বুধবার, ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ,১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

থানচিতে বিএনকেএস ও প্রেসক্লাবের পরিচ্ছন্নতা অভিযান

চিংথোয়াই অং মার্মা, থানচি (বান্দরবান): ‘আসুন সবাই মিলে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানের অংশগ্রহণ করি’– এই স্লোগানকে ধারণ করে বান্দরবানের থানচিতে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানের প্রেসক্লাবের সাংবাদিক, বিএনকেএস এনজিও সংস্থার বিভিন্ন প্রজেক্টের কর্মকর্তা-কর্মচারী, কলেজে শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের ক্লিন স্বেচ্ছাসেবক ও সেচ্ছাসেবীরা এতে অংশ নেন।

বাজারে সড়কে পড়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন তারা। তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাকিব হাসান চৌধুরী, সদর ইউপি চেয়ারম্যান অংপ্রু ম্রো ও সাধারণ জনগণ।

মঙ্গলবার সকালে বিএনকেএস এনজিও সংস্থার ও থানচি প্রেসক্লাব যৌথ আয়োজনে উন্নয়ন সহযোগী ডিয়াকোনিয়া বাংলাদেশ, একশনএইড, বিএসআরএম, মানুষের জন্য ফাউন্ডেশন সহযোগিতায় উপজেলা সদরে ত্রি-মুখী থেকে শুরু করে বাজারে গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান করা হয়েছে। বাজার রাস্তার দুই পাশের ময়লা-আবর্জনা পরিষ্কার করেন তারা। বিএনকেএস এনজিও সংস্থার ও প্রেসক্লাবের এমন উদ্যোগের প্রশংসা করেছেন সর্বস্তরের জনগণ।

অভিযানে নেতৃত্ব দেন– বিএনকেএস এনজিও সংস্থার উপ-সহকারী পরিচালক উবানু মারমা, থানচি প্রেসক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা (অনুপম), বিএনকেএস এর প্রকল্প পরিচালক ভানুনসিয়াম বম প্রমুখ। এই কর্মসূচির পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানের থানার ইনর্চাজ নাছির উদ্দিন মজুমদার, পিআরএলসি প্রকল্প ম্যানেজার উক্যনু মারমা’সহ প্রেসক্লাবের সাংবাদিক, কলেজে শিক্ষার্থী ও বিএনকেএস এনজিও সংস্থার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহন করেন।

বিএনকেএস এনজিও সংস্থার উপ-সহকারী পরিচালক উবানু মারমা বলেন, বিএনকেএস এনজিও সংস্থার থেকে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও ১৬ দিনের কর্মসূচি হাতে নিয়েছি। পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান এই কর্মসূচিতে একটি অংশ। পরিষ্কার-পরিচ্ছন্ন উপজেলার গড়ে তুলতে প্রচেষ্টা অব্যাহত থাকবে। থানচি বাজারের বিভিন্ন জায়গা পরিষ্কার করা হয় এবং নির্দিষ্ট জায়গায় আবর্জনা ফেলতে সকল দোকানিদের উদ্বুদ্ধ করা হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ