বুধবার, ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সীতাকুণ্ডে ডা: শাহরিয়ার আহমেদ মিলনের বিনামূল্যে চিকিৎসা সেবা

রিয়াজ উদ্দীন মাসুম, সীতাকুণ্ড (চট্টগ্রাম): সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ী ইউনিয়নের বার আউলিয়া মধুরাম হাট (কালাম সেন্টার) গুড লাইফ ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্হাপনায় বিনামূল্যে ডায়াবেটিস রোগী দেখলেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের এন্ডোক্রাইনোলজি এন্ড মেটাবলিসম বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ডা: শাহরিয়ার আহমেদ মিলন।

বুধবার সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রায় শতাধিক বিনামূল্যে ডায়াবেটিস রোগী দেখেন ও তাদেরকে ব্যবস্হাপত্র দেন।

সহযোগী অধ্যাপক ডা: শাহরিয়ার আহমেদ মিলন বলেন, ডায়াবেটিস রোগটা এখন শুধু ধনীদের মধ্যে সীমাবন্ধ নেই। এ রোগে এখন অসহায় গরিব মানুষেরাও আক্রান্ত হয়েছে। এ রোগ শুধু শহরের মধ্যে সীমাবদ্ধ নেই, এটা এখন গ্রাম পর্যায়ে ও ব্যাপকতা লাভ করেছে। এ রোগ থেকে মুক্তি পেতে আক্রান্ত সবাইকে সচেতন হতে হবে। তাছাড়া সমাজে যারা বিত্তবান তাদেরকে অসহায় ও গরিব ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের সহযোগিতায় এগিয়ে আসতে হবে।

এতে অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন গুড লাইফ ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্হাপনা পরিচালক এস এম রিয়াদুল ইসলাম,পরিচালক ডা: মো. গিয়াস উদ্দিন টিপু, আলহাজ্ব মো. আলমগীর, মামুন চৌধুরী, মো. লোকমান ও মো. আরাফাত।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, , বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ