মঙ্গলবার, ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

শিবগঞ্জে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

Oplus_0

মিনহাজ আলী, শিবগঞ্জ (বগুড়া): বগুড়ার শিবগঞ্জে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ হাফিজার রহমান অডিটোরিয়ামে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন নবাগত নির্বাহী অফিসার জিয়াউর রহমান। গত ১৬ জানুয়ারি এই উপজেলায় যোগদান করেন তিনি।

বক্তব্যে জিয়াউর রহমান বলেন, শিবগঞ্জ একটি ঐতিহ্যবাহী উপজেলা। এই উপজেলার সেলিম ও রনি সহ সারাদেশে যারা বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে শহীদ হয়েছেন তাদের প্রত্যাশায় শিবগঞ্জের হয়ে আমি কাজ করতে চাই। আমার অফিসে সেবা নিতে কোনো প্রকার অনুমতি লাগবে না। শিবগঞ্জ উপজেলায় পদায়ন পাওয়ায় আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি।
শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলামের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য দেন শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আছার উদ্দিন, বগুড়া জেলা জামায়াতের সদস্য আব্দুল হালিম বিপ্লব, উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুল ওহাব, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মাহমুদ মোরশেদ, শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রউফ রুবেল, সাংবাদিক রশিদুর রহমান রানা, রবিউল ইসলাম রবি, শিবগঞ্জ উপজেলা গণ অধিকার পরিষদের আহবায়ক আনোয়ারুল হক, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী সরদার, সমন্বয়ক ছাব্বির হাসান প্রমুখ।
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ