মঙ্গলবার, ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

ব্রিজের নিচ থেকে ২ নবজাতকের মরদেহ উদ্ধার

মোঃ রাশেদুল ইসলাম, কচাকাটা (কুড়িগ্রাম): কুড়িগ্রামের কচাকাটা থানার বলদিয়া ইউনিয়নের তালতলা বেইলি ব্রিজের নিচ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে ব্রিজের নিচে কয়েকজন গ্রামবাসী গোসল করতে এসে পলিথিনে মোড়ানো একটি নবজাতককে ভাসতে দেখে। অদূরে পানির কিনারায় শুকনো জায়গায় আরেকটি নবজাতকের মরদেহ দেখত পায় তারা। এ খবর ছড়িয়ে পড়লে মরদেহ দেখতে শত শত মানুষ ব্রিজের নিচে ভিড় করে। পরে বলদিয়া ইউনিয়ন পরিষদের সদস্য সিদ্দিক আলী কচাকাটা থানায় খবর দিলে বিকেলে মরদেহ দুটি উদ্ধার ও সুরতহাল করে পুলিশ।

স্থানীয়রা জানান, কয়েকজন ব্রিজের নিচের কুড়ায় (জলাশয়) গোসল করতে নেমে মরদেহ দুটি দেখতে পায়। পরে শত শত মানুষ আসতে শুরু করে।

ইউপি সদস্য সিদ্দিক আলী জানান, নবজাতকদের মরদেহ দেখে মনে হচ্ছে বয়স পাঁচ-ছয় মাস হবে। দুটি নবজাতকই কন্যা। হয়তো দুজন যমজ। কে বা কারা ফেলে গেছে এর তথ্য পাওয়া যায়নি

তদন্তে আসা কচাকাটা থানার এসআই কার্তিক চন্দ্র রায় বলেন, মরদেহ দুটির সুরতহাল শেষে ইউনিয়ন চেয়ারম্যানের নিকট হস্তান্তর করা হবে। পরে ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ