রবিবার, ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ,২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

রায়পুরায় দুর্বৃত্তের আগুনে কিন্ডার গার্টেন পুড়ে ছাই; বিপাকে আড়াইশ কোমলমতি শিক্ষার্থী

খন্দকার শাহ নেওয়াজ, রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:

নরসিংদীর রায়পুরায় ফুলকুড়ি কিন্ডার গার্ডেন নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ফলে অত্র প্রতিষ্ঠানে অধ্যয়নরত ২শ ৫২জন কোমলমতি শিক্ষার্থী নিয়ে বিপাকে পড়েছেন ফুলকুড়ি কিন্ডার গার্টেনের প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল মিসেস রাবিয়া জাকির।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) ভোর রাতে উপজেলার দূর্গমচরাঞ্চল নিলক্ষা ইউনিয়নের দড়িগাও গ্রামে এ ঘটনাটি ঘটে।

সরজমিনে গিয়ে জানা যায়, প্রত্যন্ত অঞ্চলে শিক্ষা বিস্তারের লক্ষে ২০০৯ সালে উপজেলার শেষ প্রান্তে ও নিলক্ষা ইউনিয়নের শেষ প্রান্তে প্রত্যন্ত অঞ্চল দড়িগাও পূর্বপাড়ায় নিজস্ব জমি ও ব্যক্তিগত উদ্যোগে “ফুলকুড়ি কিন্ডার গার্টেন” নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন স্থানীয় জাকির হোসেন ও তার স্ত্রী মিসেস রাবিয়া জাকির। জাকির হোসেন প্রবাসে থাকায় প্রতিষ্ঠানের যাবতীয় দায়িত্ব পালন করছেন রাবিয়া জাকির। বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে সুনামের সাথে পরিচালনা হয়ে আসছে এবং এ অঞ্চলে শিক্ষার হার বৃদ্ধি পাচ্ছে। প্রায় ২ কি: মি: এর মধ্যে কোন বিদ্যালয় না থাকায় প্রতিষ্ঠানটির সুনাম দিন দিন বাড়তে থাকে। এরই মধ্যে বিগত দিনে বেশ কয়েকবার চুরির ঘটনা ঘটে।

সর্বশেষ মঙ্গলবার ভোর রাতে চলমান এই বিদ্যালয়টিতে কে বা কাহারা আগুন ধরিয়ে দেয়। এতে টিনের ঘরের ৯টি কক্ষের মধ্যে ৪/৫টি কক্ষের যাবতীয় আসবাবপত্র, চালের টিন, বই ইত্যাদি পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে আশপাশের লোকজন দ্রæত আগুন নিয়ন্ত্রনে আনে।

এ ঘটনায় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মিসেস রাবিয়া জাকির কান্নায় ভেঙ্গে পড়েন। এ সময় তিনি বলেন, অনেক কষ্টে তিল তিল করে ২০০৯ সাল থেকে প্রতিষ্ঠানটি গড়ে তুলেছি। কে বা কাহারা রাতের আধারে আমার প্রতিষ্ঠানটি আগুনে লাগিয়ে দিয়েছে। আমি এখন আড়াইশ কোমলমতি ছেলে-মেয়ে নিয়ে কোথায় যাবো? এদিকে হঠাৎ করে আমার স্বামীও প্রবাসে কাগজপত্র জটিলতায় জেলে আছেন। এমতবস্থায় স্থানীয় প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছি।

বাংলাদেশ কিন্ডার গার্টেন এন্ড প্রি ক্যাটেড স্কুল ফাউন্ডেশন এর রায়পুরা উপজেলা শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুন ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, প্রধান শিক্ষকের ফোন পেয়ে দ্রুত ছুটে আসি ঘটনাস্থলে এসে দেখি বেশ কয়েকটি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে। চলতি মাসের ১৩ তারিখ এ প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিানের প্রস্তুতি শেষে পথে। দীর্ঘদিনের গড়া এমন সুন্দর একটি শিক্ষা প্রতিষ্ঠান আগুন দিয়ে জালিয়ে দিবে এটা সত্যিই দু:খ্যজনক ও বেদনা দায়ক। শিক্ষা প্রতিষ্ঠানের সাথে শত্রুতা থাকার কথা না। সঠিক তদন্ত সাপেক্ষে দোষীদেরকে খুজে বের করে আইনের আওতায় আনার দাবী জানাচ্ছি।

এ ব্যাপার রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ রানা বলেন, নিলক্ষার মতো একটি প্রত্যন্ত অঞ্চলে ফুলকুড়ি কিন্ডার গার্টেনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এখনো উদঘাটন করা যায়নি যে কোন দুস্কৃতিকারী আগুন ধরিয়েছে নাকি অন্য কোন ভাবে ঘটনা ঘটেছে। আমি থানার অফিসার ইনচার্জ কে নির্দেশ দিয়েছি যে বা যারাই দুস্কৃতিকারী হোক তাদের খুজে বের করে আইনের আওতায় আনার জন্য।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *