
মিনহাজ আলী, শিবগঞ্জ (বগুড়া): বগুড়ার শিবগঞ্জে ৯ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিনগত রাত পৌনে ১টার দিকে উপজেলার মোকামতলার মুরাদপুর এলাকায় বগুড়া-রংপুর মহাসড়কে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার মনারকুটি গ্রামের মৃত নছর উদ্দিন ব্যাপারীর ছেলে বেলাল হোসেন(৫৫) ও লালমনিরহাট জেলার সদর থানার কিং বিদ্যাবাগিস গ্রামের মৃত আবু তালেবের ছেলে রফিকুল ইসলাম(৪৮)।
মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর সারওয়ার পারভেজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিনগত রাতে মুরাদপুর এলাকায় বগুড়া-রংপুর মহাসড়কে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন গাড়িতে তল্লাশি চালানো হয়। এসময় সবজিবাহী একটি পিকআপ ভ্যান থামিয়ে তল্লাশি চালানো হলে ওই পিকআপ ভ্যানে অভিনব কায়দায় রাখা ৯ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়। এঘটনায় সবজিবাহী একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।












