
মিনহাজ আলী, শিবগঞ্জ (বগুড়া): বগুড়ার শিবগঞ্জে করতোয়া নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে মিলু হোসেন(৪২) নামে এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার উপজেলার অর্জুনপুর ব্রীজ সংলগ্ন করতোয়া নদীতে এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান।
দণ্ডপ্রাপ্ত মিলু হোসেন(৪২) উপজেলার দক্ষিণ কৃষ্ণপুর গ্রামের ঠান্ডা মিয়ার ছেলে। দন্ড ঘোষনার পর ভ্রাম্যমান আদালত তাকে কারাগারে পাঠিয়ে দেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, করতোয়া নদী হতে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে আসছিল মিলু হোসেন। এমন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত সকালে ঘটনাস্থলে হাজির হয়ে মিলুকে দন্ড দেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান বলেন, বালু মহাল ও মাটি ব্যাবস্থাপনা আইন- ২০১০ অনুযায়ী দোষী সাব্যস্ত করে মিলুকে এ দন্ড দেওয়া হয়েছে। সেই সাথে একটি ড্রেজার মেশিন ও পাইপ ভেঙ্গে ফেলা হয়েছে। তিনি আরো বলেন জনস্বার্থে এই অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।