
মাইদুল ইসলাম, রংপুর ব্যুরো: গাইবান্ধা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের ৬ (তলা) ভিত বিশিষ্ট ৬(তলা) একাডেমিক ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করেছেন গাইবান্ধা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট চৌধুরী মোয়াজ্জম আহমদ।
বৃহস্পতিবার সকালে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গাইবান্ধা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বেলাল আহমেদ, অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আঃ রউফ মিয়া, সিনিয়র শিক্ষক আবু বকর সিদ্দিক,আতিকুর রহমান, খলিলুর রহমান,সহকারী প্রকৌশলী সবুজ মিয়া,উপ-সহকারী প্রকৌশলী মঞ্জুরুল ইসলাম,ঠিকাদার সাজ্জাদ হোসেন রানাসহ আরও অনেকে।
উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর,মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের বাস্তবায়নে দরপত্র মূল্যে প্রায় ৮ কোটি ৮ লাখ ৯৪ হাজার ৭০০ টাকা বরাদ্দের এই ভবনের নির্মাণকাজের দায়িত্ব পায় নওগাঁ’র ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স বসুন্ধরা হাউজ বিল্ডার্স।
সচেতন মহল বলছেন, গাইবান্ধা জেলায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কাজগুলো মানুষের মনে জায়গা করে নিয়েছে। এই দপ্তরের সকল কাজের মান নিয়েও আমরা সন্তোষ প্রকাশ করছি।