
খাঁন মো. আ: মজিদ, দিনাজপুর: মাদক সেবনের অভিযোগে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক ইমতিয়াজ জুবায়েরসহ (৩৬) চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে দিনাজপুর কেন্দ্রীয় বাস টার্মিনালসংলগ্ন এলাকা থেকে মাদক সেবন অবস্থায় তাঁদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
ইমতিয়াজ জুবায়ের ওরফে সজীব বিশ্ববিদ্যালয়ের হিসাব শাখার উপপরিচালক হিসেবে কর্মরত। তিনি ওই বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছেন এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা ছিলেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জাহাঙ্গীর কবির বলেন, বিশ্ববিদ্যালয়ের একজন কর্মকর্তাকে পুলিশ আটক করেছে। যদি কোনো কর্মকর্তা অনৈতিক কাজের দায়ে কোনো মামলার এজাহারভুক্ত আসামি হন, তাহলে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বিধি অনুযায়ী পরবর্তী সময় কর্তৃপক্ষ তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে থাকে।
গ্রেপ্তার অন্যরা হলেন দিনাজপুর শহরের বালুবাড়ি এলাকার আলমগীর চৌধুরীর ছেলে আবদুল্লাহ আল ফারুক (৩৭), চারুবাবুর মোড় এলাকার আবদুল খালেকের ছেলে আমিনুল রসুল (৪০) ও বড় বন্দর এলাকার কাওসার আহমেদের ছেলে জাকির হোসেন (৩৬)।
থানা–পুলিশ সূত্রে জানা যায়, দিনাজপুর কেন্দ্রীয় বাস টার্মিনালসংলগ্ন এলাকায় একটি মোটর মেকানিক গ্যারেজের গোপন কক্ষে নিয়মিত মাদক সেবনের আড্ডা বসে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে সেখানে অভিযান চালানো হয়। ইয়াবা সেবনকালে ওই চারজনকে হাতেনাতে আটক করা হয়।
দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, আটক চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালি থানায় একটি মামলা করা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ বৃহস্পতিবার তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
ওসি মতিউর রহমান জানান, জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে গত ২৪ ঘণ্টায় ৯টি মাদক মামলায় ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে ৮১টি ট্যাপেন্ডাটল ট্যাবলেট, ১৫৪ গ্রাম গাঁজা ও ৫৪টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে।