রবিবার, ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ,২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ফুটবল চ্যাম্পিয়নশিপ বিজয়ী নারী ফুটবলারদের সংবর্ধনা

Oplus_131072
রুহুল আমিন, স্টাফ রিপোর্টার: সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ বিজয়ী কৃতি নারী ফুটবলাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গাজীপুরে বৃহত্তর ময়মনসিংহ সমিতি, ঢাকা-এর নবনির্বাচিত নির্বাহী পরিষদের সদস্যদের অভিষেক ও বার্ষিক বনভোজন অনুষ্ঠানে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
শনিবার বিকেলে গাজীপুর সদর উপজেলার বাঘের বাজারের সাবাহ্ গার্ডেনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের কৃতি নারী ফুটবলারদের সম্মাননা প্রদান করা হয়। সংবর্ধিত ফুটবলারদের মধ্যে ছিলেন— তহুরা খাতুন, কৃষ্ণা রানী সরকার, শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, শামসুন্নাহার জুনিয়র, মিলি আক্তার, সানজিদা আক্তার ও মারিয়া মান্ডা। তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়।
বনভোজন ও সংবর্ধনা অনুষ্ঠানে বৃহত্তর ময়মনসিংহের বিভিন্ন জেলা থেকে আগত সদস্যরা অংশ নেন। দিনব্যাপী আয়োজনে সাংস্কৃতিক পরিবেশনা, ক্রীড়া প্রতিযোগিতা এবং নানা আনন্দমুখর কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বৃহত্তর ময়মনসিংহ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির মহাসচিব নাসির-উদ-দৌলা। এছাড়া উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব এএমএম আঃ হালিম, অভিষেক কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার নাজমুল করিম খান এবং বিশিষ্ট সমাজকর্মী রাজিয়া সামাদ ডালিয়া।
এছাড়া অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশিষ্ট সমাজসেবক, শিল্পপতি, শিক্ষাবিদ, সাংবাদিক, কবি-সাহিত্যিক, শিল্পী, গায়কসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *