
এম নুরুল আলম সরকার, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রেসক্লাবে অনেকদিন পর নতুন সাংবাদিকরা যোগ দিলেন। এবারে মোট ২৭ জন নতুন সদস্য নেওয়া হয়েছে, যাদের মধ্যে ২২ জন নিয়মিত সদস্য এবং ৫ জন সহযোগী সদস্য।
শনিবার সকালে প্রেসক্লাবের নতুন কমিটির কাছে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার সময় এই নতুন সাংবাদিকদের বরণ করে নেওয়া হয়। প্রায় ১০ বছর পর প্রেসক্লাব এমন বড় পদক্ষেপ নিলো।
এতদিন ধরে প্রেসক্লাবে নতুন সদস্য নেওয়া বন্ধ ছিল। ফলে উপজেলার ভালো ভালো পত্রিকায় কাজ করা সাংবাদিকরাও এই ক্লাবের সদস্য হতে পারছিলেন না। এ কারণে অনেকেই বাধ্য হয়ে অন্য সাংবাদিক সংগঠন তৈরি করেন। তাদের একটাই অভিযোগ ছিল, নবীনগর প্রেসক্লাব নতুনদের সুযোগ দিচ্ছে না।
তবে গত কমিটির সময়ে ঠিক করা হয় যে এবার নতুন সদস্য নেওয়া হবে। প্রায় ৭০ জন সাংবাদিক আবেদন করেন। সেখান থেকে ১১ জনের একটি কমিটি ভালো করে যাচাই-বাছাই করে ২৭ জনকে বেছে নেন।
এ বিষয়ে প্রেসক্লাবের পুরনো সভাপতি বাবু শ্যামাপ্রসাদ চক্রবর্তী বলেন, “অনেকদিন পর এই কাজটি করতে পেরে আমার খুব ভালো লাগছে। ক্লাবের সবাই সাহায্য না করলে এটা সম্ভব হতো না।” তিনি পুরনো সাধারণ সম্পাদক সাইদুল আলম সোরাফের কথাও বিশেষভাবে বলেন।
সাধারণ সম্পাদক সাইদুল আলম সোরাফ নতুনদের শুভেচ্ছা জানিয়ে বলেন, “আপনারা সবাই ক্লাবের সম্মান রাখবেন। খারাপ কাজ থেকে দূরে থাকবেন। এখন থেকে আমরা সবাই মিলে একটা পরিবার। কেউ বিপদে পড়লে সবাই মিলে তার পাশে দাঁড়াব।”
সাংবাদিক শ্যামা প্রসাদ চক্রবর্তীর সভাপতিত্বে এবং সাংবাদিক সাইদুল আলম সোরাফের উপস্থাপনায় হওয়া এই অনুষ্ঠানে ক্লাবের উপদেষ্টা, নতুন ও পুরনো কমিটির অনেকে উপস্থিত ছিলেন।