
মো. নাজমুল ইসলাম, স্টাফ রিপোর্টার: নেত্রকোনায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র গ্রহন না করে ইটভাটা পরিচালনা করায় মোবাইল কোর্টের মাধ্যমে বেশ কয়েকটি ইটভাটাকে বিভিন্ন অংকের জরিমানা, কাঁচা ও পোড়া ইট বিনষ্ট এবং ইটভাটার চিমনি ভেঙ্গে দিয়েছে ভ্রাম্যমান আদালত।
মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা ও ইটভাটা ভাংচুরের প্রতিবাদে নেত্রকোনায় বিক্ষোভ সমাবেশ, প্রধান উপদেষ্টা ও পরিবেশ উপদেষ্ঠা বরাবর স্মারকলিপি প্রদান করেছে নেত্রকোনা ইট প্রস্তুতকারী মালিক সমিতি।
মঙ্গলবার সকালে নেত্রকোনা সদর উপজেলা প্রাঙ্গনে বিক্ষোভ সমাবেশের পর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা ও পরিবেশ উপদেষ্টা বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ইটভাটা মালিক সমিতি নেত্রকোনা জেলার সাধারন সম্পাদক আবুল খায়ের আকন্দ (টিটু মাস্টার) সহ সভাপতি জসিম উদ্দিন ভূইয়া, মদন উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি এম এ ওয়াহেদ, খোকন চক্রবর্তী সহ বিভিন্ন ইটভাটার মালিক, শ্রমিকবৃন্দ।
এইসময় বক্তারা পরিবেশ অধিদপ্তরের বিভিন্ন প্রজ্ঞাপন সম্পর্কে আপত্তি তুলে বলেন আমরা ইটভাটার মালিকরা কোটি কোটি টাকা বিনিয়োগ করে ইটভাটা তৈরি করি,ব্যাংক ও বিভিন্ন ব্যাক্তির কাছ থেকে ঋণের মাধ্যমে ইটভাটা পরিচালনা করি।
ইতিমধ্যে আমাদের শ্রমিক ও আনুষাঙ্গিক বিভিন্ন খাতে টাকা খরচ করা হয়ে গেছে। আমাদের সিজনের আর মাত্র দুইমাস বাকি আছে।
এই সময়ে এসে ইটভাটায় অভিজান পরিচালনা করে ইটভাটাগুলো ভেঙে দিলে আমাদের পথে বসা ছাড়া কোন উপায় থাকবে না এবং হাজার হাজার শ্রমিক বেকার হয়ে পড়বে।
এই অবস্থা থেকে আমরা উত্তোলন চাই। বিদ্যমান পরিবেশ আইন সংশোধন করে দেশের নির্মাণ সেক্টরের গুরুত্বপূর্ণ উপাদান ইট সরবরাহ ব্যবস্থা সচল রাখার আহবান জানান।