
খাঁন মো. আঃ মজিদ, দিনাজপুর: দিনাজপুরের বিরল উপজেলায় বাড়ি থেকে তুলে নিয়ে ভবেশ চন্দ্র রায় (৫২) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার অপহরণকারীদের পাঠানো ভ্যান থেকে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত ভবেশ উপজেলার শহরগ্রাম ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের মৃত তারকানন্দ রায়ের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওইদিন বিকেল ৫টার দিকে একদল যুবক ভবেশ চন্দ্র রায়কে তার বাড়ি থেকে তুলে নিয়ে যায়। রাত ১০টার দিকে মুমূর্ষু অবস্থায় তাকে একটি ভ্যানযোগে ফেরত পাঠানো হয়। তাকে পিটিয়ে জখম করা হয়। বাড়ির পার্শ্ববর্তী ফুলবাড়ী হাট থেকে ভবেশকে উদ্ধারের পর দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্বজনরা। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর জানান, রাতেই ভবেশ চন্দ্র রায়ের মরদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়। মামলার প্রস্তুতি নিচ্ছে নিহত ব্যক্তির পরিবার।দিনাজপুরের বিরল উপজেলায় বাড়ি থেকে তুলে নিয়ে ভবেশ চন্দ্র রায় (৫২) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) অপহরণকারীদের পাঠানো ভ্যান থেকে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত ভবেশ উপজেলার শহরগ্রাম ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের মৃত তারকানন্দ রায়ের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওইদিন বিকেল ৫টার দিকে একদল যুবক ভবেশ চন্দ্র রায়কে তার বাড়ি থেকে তুলে নিয়ে যায়। রাত ১০টার দিকে মুমূর্ষু অবস্থায় তাকে একটি ভ্যানযোগে ফেরত পাঠানো হয়। তাকে পিটিয়ে জখম করা হয়। বাড়ির পার্শ্ববর্তী ফুলবাড়ী হাট থেকে ভবেশকে উদ্ধারের পর দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্বজনরা। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর জানান, রাতেই ভবেশ চন্দ্র রায়ের মরদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়। মামলার প্রস্তুতি নিচ্ছে নিহত ব্যক্তির পরিবার।