
খান মো. আঃ মজিদ, দিনাজপুর: গত রবিবার ঘূর্ণিঝড়ের তীব্র তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা। উপজেলার ২ নম্বর ঈশানিয়া ইউনিয়নের বৈরাগীরহাট এলাকায় উপড়ে পড়েছে প্রায় ৩০০ বছরের পুরনো একটি বটগাছ, যা এলাকাবাসীর ঐতিহ্যের প্রতীক হিসেবে পরিচিত ছিল।
স্থানীয়দের তথ্যমতে, বিশাল এই বটগাছটি ভেঙে পড়ে আশপাশের বেশ কয়েকটি বসতবাড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। এছাড়াও ঝড়ে ইউনিয়নের বিভিন্ন স্থানে শত শত গাছ ও গাছের ডালপালা ভেঙে পড়ে প্রধান সড়কের ওপর, ফলে সেতাবগঞ্জ-বকুলতলা সড়কে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।
ঘটনার পরপরই রাতেই সেতাবগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন এর নেতৃত্বে একটি দক্ষ কর্মী দল গাছপালা অপসারণে কাজ শুরু করে। তাদের নিরলস পরিশ্রমের ফলে রাতেই সড়ক পরিষ্কার হয়ে যান চলাচল পুনরায় শুরু হয়।
এখনও পর্যন্ত ঘূর্ণিঝড়ে সৃষ্ট ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব পাওয়া যায়নি। তবে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জরুরি সেবাসমূহ চালু রাখার উদ্যোগ নেওয়া হয়েছে এবং ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেওয়া হয়েছে।