
মো. নাজমুল ইসলাম, নেত্রকোনা: নেত্রকোনা পৌর শহরের পশ্চিম মালনী এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক পরিবারের ওপর সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে। ভোররাতে চালানো ওই হামলায় নারীসহ অন্তত দুইজন আহত হয়েছেন।
হামলাকারীরা বসতবাড়িতে ভাঙচুর চালিয়ে স্বর্ণালঙ্কারসহ প্রায় তিন লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয় বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবার।
ভুক্তভোগী মো. নুরুজ্জামান (৩৮) নেত্রকোনা মডেল থানায় দায়ের করা লিখিত অভিযোগে জানান, তিনি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তার অনুপস্থিতিতে গত ৪ জুলাই ভোররাত সাড়ে ৫টার দিকে পশ্চিম মালনীতে তার বাড়িতে হামলার ঘটনা ঘটে।
অভিযোগে বলা হয়, পূর্ব শত্রুতার জেরে প্রতিবেশী ফেরদৌস মিয়া, বাদশা মিয়া, বিলকিছ আক্তার, তানজিম, সাবান মিয়াসহ ৯ জনের নাম উল্লেখ করে আরও ৬-৭ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে। তারা দা, রামদা, লোহার রড ও বাঁশের লাঠিসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বাড়িতে অনধিকার প্রবেশ করে ভাঙচুর চালায় এবং পরিবারের সদস্যদের মারধর করে।
হামলায় নুরুজ্জামানের মা কুলসুম আক্তার ও স্ত্রী প্রিয়া মনি গুরুতর আহত হন। পরে তাদের নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা প্রিয়া মনির গলা থেকে ৭৫ হাজার টাকার স্বর্ণের চেইন ও কান থেকে ৪০ হাজার টাকার দুল ছিনিয়ে নেয়। নারী সদস্যদের শ্লীলতাহানির চেষ্টার অভিযোগও করেছেন নুরুজ্জামান।
প্রত্যক্ষদর্শী প্রতিবেশীদের হস্তক্ষেপে হামলাকারীরা পালিয়ে গেলেও যাওয়ার সময় প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবি করে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এ বিষয়ে অভিযুক্তদের পক্ষের একজন তানিয়া বলেন, “আমরা কোনো হামলা বা লুটপাট করিনি। বরং তারাই আমাদের হুমকি দিচ্ছে এবং আমাদের জমি দখল করে রেখেছে। আমরাও থানায় অভিযোগ দিয়েছি।”
স্থানীয় বাসিন্দারা জানান, দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। তারা একাধিকবার মীমাংসার চেষ্টা করলেও কোনো সমাধানে পৌঁছানো সম্ভব হয়নি। বর্তমানে উভয় পক্ষই আইনের আশ্রয় নিয়েছে।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহনেওয়াজ বলেন, “দুই পক্ষই থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”