সোমবার, ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

আমাদের অনৈক্যের কারণে ফ্যাসিবাদীরা যেন প্রতিষ্ঠা না পায়: বিএনপি নেত্রী প্রিয়াঙ্কা

এ এম আব্দুল ওয়াদুদ, শেরপুর: শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও শেরপুর সদর-১ (সদর) আসনের ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশী সানসিলা জেরিন প্রিয়াঙ্কা বলেছেন, আমাদের অনৈক্যের কারণে ফ্যাসিবাদরা যেন প্রতিষ্ঠা না পায় সেদিকে তৎপর থাকতে হবে। একটি দলের মধ্যে গঠনমূলক প্রতিযোগিতা থাকবেই, তাই বলে গ্রুপিং এর মাধ্যমে বা গ্রুপিং করে আমাদের ধানের শীষের প্রতীককে অসম্মানিত করবো না। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমরা শেরপুরে তিনটি আসন উপহার দিবো এবং সেই লক্ষ্যেই আমাদের একযোগে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

তিনি শনিবার রাতে শহরের মাধবপুরস্থ তার বাসায় স্থানীয় সাংবাদিকদের সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ (সদর) আসন থেকে ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী হিসেবে এক মতবিনিময়কালে এসব কথা বলেন।

এ সময় জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সদস্য সচিব মামুনুর রশিদ পলাশ, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ও প্রিয়াঙ্কার বাবা মোঃ হযরত আলী সহ বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বলেন, আমরা আগামী দিনে দলের ভেতর বৃহৎ ঐক্য গঠনের মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেরপুরে তিনটি আসনেই ধানের শীষের প্রতীকের প্রার্থীকে বিজয়ী করে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে উপহার দিবো, সেজন্য আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। তাই উপস্থিত সম্মানিত সকল মিডিয়া ভাইদের বলছি আপনারা আমাদের সহযোগিতা করবেন এবং আমাদের কোন ভুল ত্রুটি হলে সে বিষয়েও জানাবেন।

সদর উপজেলা বিএনপির বর্তমান আহবায়ক এবং সাবেক জেলা বিএনপির আহ্বায়ক মোঃ হযরত আলী বলেন, বিগত দিনে শেরপুর জেলায় দৃশ্যত কোন উন্নয়ন হয়নি যা হয়েছে স্থানীয় নেতা-কর্মী, চেয়ারম্যান, এমপি এবং মন্ত্রীদের হয়েছে। আগামী দিনে বিএনপি ক্ষমতায় গেলে ইনশাআল্লাহ এবং ধানের শীষ প্রতীকে বিজয়ী হলে আমরা শেরপুরে রেল লাইন, মেডিকেল কলেজ, ইউনিভার্সিটি, কৃষি শিল্প প্রতিষ্ঠান, ও পর্যটন খাতকে উন্নয়নের জন্য কাজ করে যাবো। এ বিষয়ে ইতিমধ্যে আমার সাথে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে কথা হয়েছে, তিনিও আশ্বাস দিয়েছেন শেরপুরের তিনটি আসন তাকে উপহার দিতে পারলে সে এ বিষয়টি দেখবেন।

মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে শেরপুর প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, কার্যকরী সভাপতি রফিক মজিদ, সিনিয়র সহ-সভাপতি মুগনিউর রহমান মনি, সহ-সভাপতি শাহরিয়ার মিল্টন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মহিউদ্দিন সোহেল, সাংগঠনিক সম্পাদক আবু হানিফ সহ শেরপুর প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ এবং জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার অর্ধশত সাংবাদিক উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *