শুক্রবার, ১৭ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ,১লা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

ইসরায়েলের গণহত্যার তথ্য প্রকাশ: জাতিসংঘের উচ্চ পর্যায়ের কর্মকর্তার ওপর মার্কিন নিষেধাজ্ঞা

যায়যায়কাল ডেস্ক: গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হত্যাযজ্ঞের তথ্য তুলে ধরার কারণে জাতিসংঘের বিশেষজ্ঞ ফ্রান্সেসকা আলবানিজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বুধবার এই নিষেধাজ্ঞার ঘোষণা দেয়।

মার্কো রুবিও নিষেধাজ্ঞার ঘোষণায় আলবানিজকে ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে রাজনৈতিক ও অর্থনৈতিক যুদ্ধের প্রচারণার’ জন্য অভিযুক্ত করেছেন।

ফ্রান্সেসকা আলবানিজ জাতিসংঘের অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের বিশেষ র‍্যাপোর্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন। ফিলিস্তিনের পশ্চিম তীর ও গাজায় মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে বিশ্বজুড়ে তিনি সোচ্চার।

ইসরায়েল এবং তার সমর্থকেরা বহু বছর ধরেই আলবানিজের সমালোচনা করে আসছে। তাকে জাতিসংঘের পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য আহ্বান জানিয়ে আসছে গাজায় গণহত্যায় অভিযুক্ত দেশটি।

মার্কিন নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় ফ্রান্সেসকা আলবানিজ আল জাজিরাকে বলেছেন, তিনি তার কাজ চালিয়ে যাওয়ার দিকেই মনোযোগ দিচ্ছেন।

যুক্তরাষ্ট্র সরকারের এই নিষেধাজ্ঞাকে ‘মাফিয়াদের মতো ভয় দেখানোর কৌশল’ অভিহিত করে আলবানিজ বলেন, ‘আমি জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোকে গণহত্যা বন্ধ এবং এর জন্য দায়ীদের শাস্তি দেওয়ার বাধ্যবাধকতার কথা মনে করিয়ে দেওয়ার কাজে ব্যস্ত। আর যারা গণহত্যা থেকে লাভবান হচ্ছে, তাদের কথাও মনে করাচ্ছি।’

এর আগে বুধবার ইউরোপীয় সরকারগুলোর সমালোচনা করেন তিনি। আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) কাছে যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ভ্রমণের সময় তাদের আকাশসীমা ব্যবহার করার অনুমতি দেওয়ায় তিনি সরকারগুলোর নিন্দা জানান।

ট্রাম্পের এই আদেশের ফলে যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞাপ্রাপ্ত ব্যক্তিদের সম্পদ জব্দ করা হবে এবং তারা ও তাদের পরিবারের সদস্যরা দেশটিতে প্রবেশ করতে পারবেন না।

আলবানিজের ওপর এই নিষেধাজ্ঞাকে ‘বিধ্বংসী’ অভিহিত করেছেন সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসি (সিআইপি) থিঙ্কট্যাংকের প্রধান ন্যান্সি ওকেইল। তিনি আল জাজিরাকে বলেন, ‘জাতিসংঘের একজন বিশেষজ্ঞের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র স্বৈরাচারী শাসকদের মতো আচরণ করছে।’

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড এই পদক্ষেপে ‘মর্মাহত’ হয়েছেন বলে জানিয়েছেন। তিনি এক্স-এ লিখেছেন, ‘বিশেষ র‍্যাপোর্টিয়াররা স্বাধীন বিশেষজ্ঞ। তারা সরকারকে খুশি করতে বা জনপ্রিয় হওয়ার জন্য নিযুক্ত হন না, বরং তাদের দায়িত্ব পালনের জন্য নিযুক্ত হন।’

ক্যালামার্ড আরও বলেন, ‘আলবানিজ আন্তর্জাতিক আইনের ভিত্তিতে ইসরায়েলের বেআইনি দখলদারিত্ব, বর্ণবৈষম্য এবং গণহত্যার তথ্য সংগ্রহে অক্লান্ত পরিশ্রম করছেন।’

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *