
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্টিত হয়েছে । শুক্রবার বিকেলে বাংলাদেশ প্রেসক্লাব পীরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে পীরগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা শুরু হয়।
বাংলদেশ প্রেসক্লাবের পীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি আনোয়ার হোসেনের সভাপত্বিতে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপি’ র আহ্বায়ক সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পীরগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি মাহমুদুন্নবী চৌধুরী পলাশ,সম্পাদক সহকারী অধ্যাপক জাকির হোসেন,সহ-সভাপতি মোস্তাফিজার রহমান সেলিম,সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান শাহিন,পৌর বিএনপি’র সভাপতি সাইফুল আজাদ প্রমুখ ।
প্রায় ১০ হাজার নারী ও পুরুষ এ খেলা দেখতে আসেন। এতে দিনাজপুর বনাম রংপুর খেলায় অংশগ্রহন করেন। দিনাজপুর ০১ গোলে জয়লাভ করেন। এ খেলা শুধু একটি খেলা না,নারীর ক্ষমতায়ন এবং সামাজিক দৃষ্টিভঙ্গির প্রতীক হিসাবেও দেখছেন। এমন উদ্যেগে পীরগঞ্জের ক্রীড়াঙ্গনে নতুন প্রাণ ফিরে এসেছে বলে মনে করছেন সচেতন মহল।