মঙ্গলবার, ১৩ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে মা, বাঁচাতে সন্তানের আকুতি, দরকার ২ লাখ টাকা

চিংথোয়াই অং মার্মা, থানচি (বান্দরবান): থোয়াইউ প্রু মারমা তার বয়স আর কতই বা হবে? বড়জোর ২৮ কিংবা ২৯।

তিনি বান্দরবানের থানচিতে দুর্গম এলাকায় রেমাক্রী ইউনিয়নের পেনেডং পাড়া বাসিন্দা। ৩ বছর আগে স্ট্রোকের কারণে বাবাকে হারিয়েছেন।

সেই শোক কাটিয়ে না উঠতেই মায়ের ফুসফুসে ক্যান্সার ধরা পড়েছে। টাকার ধার-দেনা করে ২ বছর ধরে মায়ের চিকিৎসাও করেছেন তিনি।

পরিবারের তিন বোনের মধ্যে একভাই কারণে সব দায়িত্ব যেন তার ঘাড়ে এসে পড়েছে। তার মায়ের ক্যান্সারের চিকিৎসা খরচ মেটাতে গিয়ে সর্বস্বান্ত হচ্ছে থোয়াইউ প্রু মারমা। যে বয়সে তার ক্যারিয়ার নিয়ে চিন্তা করার কথা, নিজের একটা পরিবার গড়ে তোলার কথা- সেখানে তিনি চাকুরি ছেড়ে দিয়ে দিনরাত লড়ছে জীবনের সঙ্গে, মাকে যেন বাঁচানো যায়।

কোথায় চাকরি? কোথায় বিয়ে? কোথায় সংসার? জীবনযুদ্ধে অপরাজিত সৈনিকের মতো একাই লড়াই করছে মৃত্যুর বিরুদ্ধে। এ যুগে এসে এরকম কতজন মায়ের জন্য নিজের আনন্দ বিসর্জন দেয়? মাকে বাঁচানোর জন্য শেষ সম্বল ভিটামাটি জায়গা পর্যন্ত বিক্রি করে দিতে চায়?

থোয়াইউ প্রু মারমা তার মায়ের চিকিৎসা জন্য ২ লক্ষ টাকার জরুরি প্রয়োজন। তিনি মাকে বাঁচাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেদন জানিয়ে লিখেছেন– রাত যতই গভীর হয়, মন ততই অন্ধকার হয়ে আসে। কেননা খুবই নিকটতম মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হতে যাচ্ছেন আমার!” সৃষ্টিকর্তা সহায়ক “! শুভ রাএি!!

যোগাযোগ করার হলে থোয়াইউ প্রু মারমা বলেছেন, মায়ের ক্যান্সার বহুদিন ধরে চিকিৎসা চলছিল। বছরখানি আগে কিছুটা সুস্থবোধ করেছেন। কয়েকদিন আগে আবারও চট্টগ্রামের হাসপাতালে কেমো থেরাপির দিয়েছি। এমুর্হুতে মায়ের ক্যান্সারের চিকিৎসায় প্রায় ২ লক্ষ টাকা জরুরি দরকার!

তিনি আরো বলেছেন, বর্তমানে তার মা ভর্তি করে চিকিৎসাধীন আছেন হিলভিউ ক্লিনিকে। মায়ের চিকিৎসায় প্রায় ২ লক্ষ টাকার জোগাড় করা অসম্ভব এমুর্হুতে আমার পক্ষে। তাই আমি সবার কাছে কম বেশি সাহায্য কামনা করছি, আপনাদের এই সাহায্যটাই এই মুহূর্তে আম্মুর জন্য অনেক বড় দোয়া হয়ে দাঁড়াবে।

ক্যান্সারের বিরুদ্ধে এক ছেলের অদম্য লড়াই, মাকে বাঁচানোর শেষ চেষ্টায়! এই অকুতোভয় মানুষটার বিপদে পাশে দাঁড়ায় আমরাই! আপনার মা হয়তো আছেন, কিন্তু থোয়াইউ প্রু’র মা তো থেকেও যেন নেই। কেন আমরা একজন ছেলেকে মাতৃহারা করব? আমাদের চোখের সামনে কেন একজন মা ২ লক্ষ টাকার জন্য তিলে তিলে মারা যাবেন? মানবিক সহযোগিতার জন্য ক্যান্সার আক্রান্ত রোগীর ছেলে থোয়াইউ প্রু মারমা সাথে যোগাযোগ করুন– (বিকাশ- 01540391302), (রকেট- 01820335612), (নগদ- 01836181718)

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ