সোমবার, ৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ,২১শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

রায়গঞ্জে সাবেক এমপি’র নামাজে জানাযায় শোকার্ত হাজারো মানুষের ঢল

সাইদুল ইসলাম আবির: সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক ৪ বারের সংসদ সদস্য ও বিএনপি’র চেয়ার পার্সনের সাবেক উপদেষ্টা আব্দুল মান্নান তালুকদারের রায়গঞ্জে ৪র্থ নামাজে জানাযা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুর ২ টার দিকে উপজেলার ধানগড়া উচ্চ বিদ্যালয় মাঠে এ নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। প্রিয় নেতাকে শেষবিদায় দিতে হাজির হন প্রায় হাজারো নেতা-কর্মী।
জানাযার পূর্বে মরহুমের রূহের মাগফেরাত কামনা করে স্মৃতি চারণমূলক বক্তব্য রাখেন রায়গঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় পরিবারের পক্ষ থেকে দোয়া ও ক্ষমা প্রার্থনা করেন মরহুমের মেজ ছেলে রাহিদ মান্নান লেলিন। অশ্রুসিক্ত চোখে প্রায় ৬-৭ হাজার জনতা তাদের প্রিয় নেতার রূহের মাগফেরাত কামনা করেন। প্রিয়নেতার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপিসহ সকল অঙ্গসংগঠন ও বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান। আব্দুল মান্নান তালুকদার রায়গঞ্জ-তাড়াশ ও সলঙ্গা আসনে চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং দীর্ঘদিন জেলা বিএনপি’র সভাপতি ও বিএনপি’র চেয়ার পার্সনের উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
উল্লেখ্য, আব্দুল মান্নান তালুকদার শুক্রবার সকাল ১১ টায় ঢাকায় তাঁর নিজ বাস ভবনে বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেন। প্রথমে ঢাকার সংসদ ভবন এলাকায় পরে জেলার তাড়াশ উপজেলায় এবং পরবর্তীতে তাঁর নিজ গ্রাম রায়গঞ্জের ধুবিল, উপজেলার ধানগড়া উচ্চ বিদ্যালয় মাঠ ও সিরাজগঞ্জ ইসলামীয়া কলেজ মাঠে নামাজে জানাযা শেষে বা’দ আসর সিরাজগঞ্জ সদরে  মালশাপাড়া কবর স্থানে তাঁকে দাফন করা হয়।
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *