
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের লক্ষীদাঁড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে আলমগীর হোসেন (৩৫) নামের এক বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। সোমবার ভোর সাড়ে চারটার দিকে ১ নম্বর বিজিবি পোস্টের কাছে এই ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ আলমগীর সদর উপজেলার ভোমরা ইউনিয়নের লক্ষীদাঁড়ি গ্রামের শেখ সাঈদ হোসেনের ছেলে। বর্তমানে তিনি সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহতের বোন ইছমত আরা জানান, বাড়ির পাশে সরকারি খাসজমিতে থাকা তাদের মাছের ঘের সাম্প্রতিক বৃষ্টিতে তলিয়ে যায়। সোমবার ভোরে ঘেরে নেট লাগাতে ও খাবার দিতে গিয়েছিলেন আলমগীর। ওই সময় ঘোজাডাঙা বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। ছররা গুলি লাগে তার মাথা, মুখ ও চোখের ভুরুসহ শরীরের বিভিন্ন অংশে।
ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। জরুরি বিভাগের চিকিৎসক ডা. এবিএম আক্তার মারুফ জানান, মুখ ও মাথাসহ একাধিক স্থানে ছররা গুলির চিহ্ন রয়েছে।
এদিকে সীমান্ত এলাকার বাসিন্দা জাকির হোসেন ও আব্দুল কাদের অভিযোগ করেন, আলমগীর দীর্ঘদিন ধরে চোরাচালানের সঙ্গে জড়িত। সীমান্তের সরকারি জমিতে মাছের ঘের থাকলেও মূলত সে গরু ও পণ্য পাচারে যুক্ত। গুলিবিদ্ধ হওয়ার সময় সে ভারত থেকে পণ্য আনতে গিয়েছিল বলে দাবি করেন তারা। তার সঙ্গে থাকা আরও দুজন পালিয়ে যায়।
এ বিষয়ে ভোমরা বিজিবি ক্যাম্পের সুবেদার জহির আহম্মেদ বলেন, “আমরা শুনেছি একজন যুবক গুলিবিদ্ধ হয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”
সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।”