সোমবার, ২৭শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ,১১ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

রায়গঞ্জে বিরল প্রজাতির বৃক্ষরোপণের মধ্যে দিয়ে বিশ্ব আদিবাসী দিবস পালিত

বিশেষ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে বিরল প্রজাতির বৃক্ষ রোপের মধ্যে দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক আদিবাসী দিবস।

শনিবার সকাল ১১ টায় উপজেলার সোনাখাড়া ইউনিয়নের পশ্চিম আটঘরিয়া এলাকায় দিবসটি উপলক্ষে মাতৃভাষা ও সংস্কৃতির কুড়মালি ভাষার পাঠশালায় বিরল প্রজাতির কারাম গাছ রোপন করেন “পরিবেশ ও প্রকৃতির পাঠশালা” নামক একটি বিদ্যালয়ের পরিচালক মাহবুবুল ইসলাম পলাশ । এদিন মোট ৭৪টি গাছ রোপণ করা হয়। যার মধ্যে ৪টি বিরল প্রজাতির কারাম গাছ ছাড়াও জলপাই, সিভিট, কাঠবাদাম, পলাশ, সোনালু ও অরজুনসহ বিভিন্ন প্রজাতির গাছ অন্তর্ভুক্ত ছিল।

এ বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে আদিবাসী সংস্কৃতি ও প্রকৃতি সংরক্ষণের বার্তা পৌঁছে দেওয়া হয় সবার মাঝে।

অনুষ্ঠানে পরিবেশ কর্মীরা জানান, এই উদ্যোগ শুধু গাছ রোপণ নয়, বরং পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং আদিবাসী ঐতিহ্য পুনরুদ্ধারের এক অনন্য পদক্ষেপ।

পরিবেশ ও প্রকৃতির পাঠশালার পরিচালক মাহবুবুল ইসলাম পলাশ বলেন, “ আমরা শুধু একটি গাছ লাগাচ্ছি না, বরং একটি ঐতিহ্য, একটি সংস্কৃতি, এবং পরিবেশবান্ধব ভবিষ্যতের বীজ বপন করছি।” অনুষ্ঠানে স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী, পরিবেশপ্রেমী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ