
মাইদুল ইসলাম, গাইবান্ধা: গাইবান্ধা সদর উপজেলার পূর্ব কোমরনই মিয়াপাড়া ঘাঘট নদী থেকে গাইবান্ধা এন এইচ মডার্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা তাসমিন আরা নাজ(৪৪) এর মরদেহ উদ্ধার হয়েছে।
মঙ্গলবার সকালে স্থানীয়রা নদীতে ভাসমান অবস্থায় লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, তাসমিন আরা নাজ ওই এলাকার মিয়া বাড়ির আমজাদ মিয়ার ভাগ্নি। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
গাইবান্ধা সদর থানার ওসি জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। মৃত্যুর কারণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।
সচেতনমহল বলছেন, সঠিক তদন্ত করলে বেরিয়ে আসবে ঘটনার আসল রহস্য। সেই সাথে মিলবে প্রতিটি প্রশ্নের উত্তর।