
মো. ওসমান গনি (ইলি), কক্সবাজার: কক্সবাজারে ঈদগাঁওয়ের প্রাণ ঈদগাঁও নদী ধীরে ধীরে হারাচ্ছে তার স্বাভাবিক প্রবাহ ও সৌন্দর্য। সাম্প্রতিক সময়ে নদীর তীরে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।
সোমবার (৬ অক্টোবর) সকালে ছাগলবাজার এলাকায় সরেজমিন পরিদর্শনে দেখা যায়, নজরুল মার্কেট সংলগ্ন অংশে খালের জায়গা ভরাট করে পাকা দেয়াল তোলা হচ্ছে। স্থানীয়দের মতে, এভাবে নদীর জায়গা দখল চলতে থাকলে বর্ষার সময় জলাবদ্ধতা ও বন্যার আশঙ্কা দেখা দেবে।
এলাকার একাধিক ব্যবসায়ী জানান, নদীর দুই তীরে দীর্ঘদিন ধরে প্রভাবশালী কিছু ব্যক্তি দখল করে একের পর এক স্থাপনা নির্মাণ করছে। ফলে নদীর প্রস্থ দিন দিন সংকুচিত হচ্ছে, নষ্ট হচ্ছে পানির স্বাভাবিক গতি ও পরিবেশের ভারসাম্য।
এ প্রসঙ্গে স্থানীয় এক পরিবেশকর্মী বলেন, “ফুলেশ্বরী নদী শুধু একটি জলধারা নয়, এটি ঈদগাঁওয়ের ঐতিহ্যের অংশ। এই নদীকে রক্ষা করা এখন সময়ের দাবি।”
অভিযুক্ত নজরুল ইসলাম জানান, তিনি নিজের মালিকানাধীন জায়গার মধ্যেই প্রতিরক্ষা দেয়াল নির্মাণ করছেন এবং এটি কোনো অবৈধ কাজ নয়।
এ বিষয়ে যোগাযোগ করা হলে ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে পাওয়া যায়নি। তবে কক্সবাজারের জেলা প্রশাসক আব্দুল মান্নান জানান, বিষয়টি প্রশাসনের নজরে এসেছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় জনগণ দ্রুত নদী দখলমুক্ত করে এর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন, যাতে ঈদগাঁওয়ের নদী আবারও জেগে ওঠে তার প্রাকৃতিক রূপে।