মঙ্গলবার, ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

আক্কেলপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস অনুষ্ঠিত

নিরেন দাস, জয়পুরহাট প্রতিনিধি: “আইন মেনে চলি, নিরাপদে ঘরে ফিরি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের আক্কেলপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে আক্কেলপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের প্রধান ফটক হতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আক্কেলপুর বাস স্ট্যান্ডে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম হাবিবুল হাসান।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, আক্কেলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সলাম আকন্দ,আক্কেলপুর পৌরসভার মেয়র শহীদুল আলম চৌধুরী,আক্কেলপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের(ভারপ্রাপ্ত) অধ্যক্ষ গৌতম কুমার মন্ডল, আক্কেলপুর থানার তদন্ত কর্মকর্তা মো.আব্দুল মালেক, জয়পুরহাট জেলা বাস মিনি বাস মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি সামিমুল হোদা পতন চৌধুরী,উপজেলা দূনীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বজলুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম প্রমুখ।

এদিকে দিবসটি উপলক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ)পক্ষ থেকে বিভিন্ন সড়কে পরিবহন শ্রমিকদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়।

এতে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শ্রমিক সংগঠন, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ