
মাহবুব জালাল ফাহিম, কটিয়াদী (কিশোরগঞ্জ): ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টন ও সারাদেশে লগি-বৈঠার তাণ্ডবে নিহত হওয়া নেতাকর্মীর খুনিদের ফাঁসির দাবিতে কটিয়াদিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ৩ টায় কটিয়াদি বাসস্ট্যান্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী কটিয়াদী উপজেলা শাখা এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার এর সভাপতিত্বে সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান এর উপস্থাপনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও কিশোরগঞ্জ জেলা আমীর অধ্যাপক মো. রমজান আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা রাখেন, জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি অধ্যাপক কাজী সাইফুল্লাহ, জেলা ইউনিট সদস্য অধ্যাপক মাওলানা রফিকুল ইসলাম, জেলা দক্ষিন ছাত্রশিবিরের সভাপতি জনাব হাসান আল মামুন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ শহর অমুসলিম জামায়াতের সাধারণ সম্পাদক কৃষ্ণ চন্দ্র বসাক, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী সাইদুল হক বিএসসি, বাইতুলমাল সম্পাদক আব্দুল আওয়াল, কটিয়াদী পৌর জামায়াতের সভাপতি আলী কাওসার রনি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি শহিদুল ইসলাম দুলাল, কটিয়াদী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মোড়ল, জালালপুর ইউনিয়ন জামায়াতে ইসলামী আমীর বিল্লাল হোসেন বিএসসি, উপজেলা ওলামা শায়েখ পরিষদে সভাপতি মাওলানা শফিকুল ইসলাম নূরী প্রমুখ।