
বি এম বাবলুর রহমান, তালা: তারেক রহমানের নিদের্শনা কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত পালন করতে হবে। তার নির্দেশনা মোতাবেক এখন থেকে কোনো সন্ত্রাসী, চাঁদাবাজি, মাস্তানি, দখলবাজি ও মানুষের সম্মানহানি করা যাবে না।
সাতক্ষীরার তালা উপজেলার মাগুরা ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় সাতক্ষীরা -১(তালা-কলারোয়া) আসনের সাবেক সাংসদ ও বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব এ কথা বলেন।
তিনি বলেন, তারেক রহমানের সুদক্ষ নেতৃত্বের কারণে দেশ আজ সৈরাচার মুক্ত হয়েছে। আমরা একসময় ১০ জন লোক একজায়গায় হতে দেয়নি আর আজ তারেক রহমানের দক্ষ নেতৃত্বের কারণে উন্মুক্ত মাঠে মিটিং করতে পারছি।
তিনি আরও বলেন, আগামী জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামীর সাথে প্রতিদ্বন্দিতা করতে হবে। এখন থেকে প্রতিটি মানুষের বাড়ি বাড়ি যেতে হবে। মানুষের বিপদে পাশে দাঁড়াতে হবে। কোনো প্রকার বিভেদ সৃষ্টি করা যাবে না। সকল ধর্মের মানুষ মিলে মিশে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে হবে। সকল ধর্মের বর্ণের মানুষ ঐক্য বদ্ধ ভাবে এদেশকে এগিয়ে নিতে হবে মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার সকালে মাগুরা ফুটবল মাঠে মাগুরা ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আবু হাসান হাদী।
বক্তব্য রাখেন, তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাঃ মোশারফ হোসেন, তালা উপজেলা যুবদলের আহবায়ক মির্জা আতিয়ার রহমান, যুগ্ম আহবায়ক সাইদুর রহমান, ইউপি সদস্য ফারুক হোসেন প্রমুখ।
বিকালে মাগুরা আইডিয়াল মহিলা কলেজের হলরুমে ওয়ার্ড কমিটির নাম ঘোষণা করা হয়।