বৃহস্পতিবার, ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ,২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

কোটা সংস্কারের দাবিতে নাগেশ্বরীতে বিক্ষোভ মিছিল

আতিকুর রহমান, কুড়িগ্রাম উত্তর : কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ ও কোটা বাতিলের দাবিতে নাগেশ্বরীতে বিশাল বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার দুপুর ৩টায় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে নাগেশ্বরী ডিএম স্কুলে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। এরপর ডিএম স্কুল থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন তারা। মিছিলটি নাগেশ্বরীর প্রধান সড়ক দিয়ে নাগেশ্বরী সরকারি কলেজ দিয়ে ফিরে যান ডিএম স্কুলে।

আমার ভাই মরল কেন? প্রশাসন জবাব চাই ‘, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা দেব না, কোটা না মেধা? মেধা মেধা’সহ বিভিন্ন ধরনের স্লোগান দেন। পরে বিকেল ৪ টায় শিক্ষার্থীরা কর্মসূচি শেষ করেন।

আন্দোলনে আসা শিক্ষার্থীরা বলেন , ‘গতকালকে সারা দেশে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশ এবং ছাত্রলীগ অন্যায়ভাবে হামলা করে। আমরা তার প্রতিবাদ জানাতেই এই মিছিলে এসেছি। এই আন্দোলন সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের। আমাদের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন থামাব না।

শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী। আজকের কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করেছি। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আগামী দিনেও শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করব।’

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ