
আলমগীর হোসেন হিরু, (চাটখিল ও সোনাইমুড়ী) প্রতিনিধি: নোয়াখালীর চাটখিল ও সোনাইমুড়ী উপজেলার ১৬টি ইউনিয়ন এবং চাটখিল ও সোনাইমুড়ী পৌরসভার শীতার্তদের মাঝে একটিভ ফাউন্ডেশনের পক্ষ থেকে ২০ হাজার কম্বল বিতরণ কর্মসূচি শুরু হয়েছে । এ উপলক্ষে গতকাল বুধবার সকালে চাটখিল উপজেলা পাঁচগাঁও বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এক সভা পাঁচগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় একটিভ ফাউন্ডেশনের চেয়ারম্যান চাটখিল উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবির শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেন। কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, আজ থেকে পর্যায়ক্রমে সকল ইউনিয়ন ও পৌরসভা দু’টিতে তিনি কম্বল বিতরণ কর্মসূচি চালিয়ে যাবেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, চাটখিল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলী তাহের ইভু, পাঁচগাঁও ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ মাহমুদ হোসেন তরুণ, আওয়ামিলীগ নেতা এ্যাডভোকেট আনোয়ার হোসেন, মিজানুর রহমান বাবর, চাটখিল ভিআর ডিবি’র চেয়ারম্যান মিজানুর রহমান ও সামছুল আলম মিন্টু প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন রায়েল।