
আলমগীর হোসেন হিরু, চাটখিল (নোয়াখালী): নোয়াখালীর চাটখিল উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের নিজ ভাওর হরমুজ আলী মেম্বার বাড়ির অবসরপ্রাপ্ত সেনা সদস্য তাজুল ইসলামের স্ত্রী সালমা আক্তার( ৩৫)-কে মারধর করে আহত করেছে।
সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে একই বাড়ির ৪ জন তাকে মারধর করে আহত করে। এ সময় সালমা আক্তারের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে তারা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে। এই ব্যাপারে সালাম আক্তার বাদী হয়ে গত রোববার বিকেলে চাটখিল থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, তাজুল ইসলাম খরিদকৃত জায়গায় জরাজীর্ণ ভাবে একটি ভাঙা ঘরে বসবাস করে আসছেন। তিনি চাকরি থেকে অবসর নেওয়ার পর ঔ জায়গায় একটি পাকা ঘর করার জন্য ইট-বালু আনতে থাকলে গত শনিবার সকালে একই বাড়ির মো: আব্দুল মান্নান (৪৫), মো: বাবুল মিয়া (৫০), সোহাগী আক্তার (৩৫) ও সামছুন্নাহার সবু (৪৫) তারা ইট- বালু আনতে বাধা সৃষ্টি করে। এই নিয়ে সালমা আক্তারের সাথে তাদের কথা-কাটাকাটির একপর্যায়ে তারা তাকে মারধর করে আহত করে। এবং তাকে ও তার পরিবারের লোকজন কে প্রাণনাশের হুমকি দেয় বলে সালমা আক্তার অভিযোগ করেন।
তাজুল ইসলামের বাবা ফজলুর রহমান (৭৮) সাংবাদিকদের জানান আমরা দীর্ঘদিন থেকে এই জরাজীর্ণ ঘরে পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছি । আমার ছেলে চাকরি থেকে অবসর নেওয়ার পর ঐ ঘরটি পাকা করার সিদ্ধান্ত নেওয়ার পর থেকে ওই ৪ জন তাদেরকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে।
এই ব্যাপারে চাটখিল থানার এসআই নুর নবীর সাথে যোগাযোগ করলে তিনি অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।











