শনিবার, ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

চাটখিলে বিজয় টিভির প্রতিনিধি ফরিদের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ

আলমগীর হোসেন হিরু, চাটখিল (নোয়াখালী): নোয়াখালীর চাটখিলে কাঙ্খিত চাঁদা না দেওয়ায় বিজয় টিভিসহ বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে “নোয়াখালীতে বেড়েছে ভুয়া দাঁতের চিকিৎসকের দৌরাত্ম্য” শিরোনামে মানহানিকর অসত্য তথ্য প্রচারের প্রতিবাদে বিএসসি ডেন্টাল অ্যাসোসিয়েশনের আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে চাটখিল পৌরসভার একটি রেস্টুরেন্টের হল রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বিএসসি ডেন্টাল অ্যাসোসিয়েশন নোয়াখালী রিজিয়নের সভাপতি মেহেদী হাসান নিশান লিখিত বক্তব্যে বলেন, বিজয় টেলিভিশনের নোয়াখালী প্রতিনিধি শেখ ফরিদ গত বেশ কিছুদিন থেকে বিজয় টিভিসহ বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল ও ফেইসবুকে সম্পূর্ণ উদ্দেশ্যমূলকভাবে কোনো প্রকার তথ্য উপাত্ত ছাড়াই ভুয়া দাঁতের ডাক্তারদের সাথে বিএসসি ডেন্টিস্টদের মিলিয়ে বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে তাদের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য একটি হীন পাঁয়তারা করছেন। তিনি মোবাইল ফোন, হোয়াটস্অ্যাপ এবং সরাসরি আমাদের কয়েকজন বিএসসি ডেন্টিস্টের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে আসছেন। অন্যথায় তিনি দেখে নেওয়ার হুমকি দেন। চাঁদা চাওয়ার কারণ জিজ্ঞেস করাতে তিনি বলেন, বিজয় টিভির কার্ড করতে তার ১ লাখ টাকা লেগেছে। এই টাকা আমরা না দিলে কে দিবে বলে জানান।

মেহেদী হাসান নিশান আরও বলেন, ফরিদ নিজেই একাধিক মামলার আসামি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলার কারণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের করা মামলারও একজন আসামি সে। তারপরেও সে সাংবাদিক পরিচয়কে কাজে লাগিয়ে চাটখিলকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। বিশেষ বিশেষ ব্যক্তিদের টার্গেট করে এসব অপকর্ম চালিয়ে যাচ্ছে। আমরা এ ধরনের মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। মহামান্য উচ্চ আদালতের নির্দেশনা মেনে প্র্যাকটিস করতে গিয়েও এমন নিউজ মূলত আদালতের নির্দেশনার পরিপন্থী। এ নিউজের উপর ভিত্তি করে কিছু অনলাইন পোর্টাল এবং স্থানীয় দৈনিক মিথ্যা তথ্য প্রচার ও প্রকাশ করেছে যা অন্যায় এবং অপরাধ। এ ধরনের চক্রান্ত, মিথ্যাচার ও অসত্য তথ্য সংবাদ মাধ্যমে প্রকাশের জন্য বিএসসি-ডেন্টাল অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। যদি সংবাদের জন্য দুঃখ প্রকাশ করে অপপ্রচার বন্ধ না করা হয় তাহলে আমাদের আইনজীবীর মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদ সম্মেলনে বিএসসি-ডেন্টাল অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি সারোয়ার হোসেন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইকবাল, নোয়াখালীর উপদেষ্টা আরাফাত হায়দার, সহ-সভাপতি কামরুল আহসান, সদস্য সুলতান মাহমুদসহ বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, , বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *