রবিবার, ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ,২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চ্যাম্পিয়ন হয়ে বিভাগীয় টুর্নামেন্টের পথে ভাটরা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী

মো. মেহেদী হাসান, নন্দীগ্রাম: বগুড়ার নন্দীগ্রাম উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ৫৩ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শীতকালীন আন্তঃস্কুল ক্রীড়া প্রতিযোগিতায় ব্যাডমিন্টন টুর্নামেন্ট ক্যাটাগরিতে জেলা চ্যাম্পিয়ন হয়েছে ভাটরা খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সাইমুম-শিমুল।
সাইমুম ভাটরা গ্রামের ফারুক আকন্দের ছেলে এবং একই গ্রামের ফটিক আকন্দের ছেলে শিমুল।তারা ভাটরা খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী।
উক্ত ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের সভাপতিত্বে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম।অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার নাসরিন সুলতানা,বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগন সহ শারীরিক শিক্ষকবৃন্দ।নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন মাধ্যমিক স্কুল,মাদ্রাসা ও কলেজ এতে অংশগ্রহণ করে।একক ও দ্বৈত সহ দলীয় অংশগ্রহণমূলক বিভিন্ন খেলাধুলা দিনব্যাপী অনুষ্ঠিত হয়।
বিগত বছরগুলোর ন্যায় এবারেও খেলাধুলার একটা বিরাট অংশজুড়ে লাগাতার সাফল্যের ছোয়া পান ভাটরা হাইস্কুল।অনুষ্ঠিত প্রায় সকল ক্যাটাগরিতেই পুরস্কৃত হন ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।তারমধ্যে ব্যাডমিন্টনে জেলা চ্যাম্পিয়ন হয়ে বিভাগীয় পর্যায়ে লড়বে সাইমুম-শিমুল।তাদের এই সাফল্যে উচ্ছ্বসিত তাদের পরিবার ও এলাকাবাসী।আগামীর টুর্নামেন্টে সফলতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন জেলা চ্যাম্পিয়ন ক্ষুদে শিক্ষার্থী সাইমুম-শিমুল।
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *