
জয়পুরহাট প্রতিনিধি: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে জয়পুরহাটে মানববন্ধন করেছে জেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)।
শুক্রবার সকাল ১১টায় শহরের জেলা পরিষদ মার্কেটের সামনে ঘন্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়।
জেলা জাসাস সভাপতি মিনারুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক এম এ ওহাব, জেলা মহিলা দলের সভাপতি পারভীন বানু রুলি চৌধুরী, সাধারণ সম্পাদক জাহেদা কামাল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাড. এটিএম মিজানুর রহমান, পৌর বিএনপি সভাপতি আমিনুর রহমান বকুল, জেলা জাসাসের সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমুখ।
বক্তারা বলেন, বিএনপিকে পরিকল্পিতভাবে দমন ও নেতাদের হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা চলছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি অবমাননা এবং তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের মাধ্যমে এসব ষড়যন্ত্র বাস্তবায়ন করা হচ্ছে।
তারা বলেন, তারেক রহমান কেবল একজন রাজনৈতিক নেতা নন, তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সন্তান। তাঁর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে জনগণের কাছে হেয় করার অপচেষ্টা হচ্ছে, যা আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করি।
বক্তারা এসব কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানান এবং দেশের জনগণকে এ ধরনের অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানানোর আহ্বান জানান।