ভবদিশ চন্দ্র, জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর জলঢাকা উপজেলায় নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পঙ্কজ ঘোষের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি সহ সুধী সমাজের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে ইউএনও ময়নুল ইসলামের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, সহকারি কমিশনার (ভূমি) জিন্নাতুল ইসলাম, পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু, ভাইসচেয়ারম্যান গোলাম পাশা এলিচ, মনোয়ারা বেগম, থানা অফিসার ইনর্চাজ ফিরোজ কবীর, সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহিউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার প্রমুখ।
এসময় তিনি নীলফামারী জেলার উন্নয়নে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।