
খাইরুল হাসান, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া): “আমি কন্যা শিশু, স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” — এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নবীনগর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা নির্বাহী অফিসার জনাব রাজীব চৌধুরী।
আলোচনা সভায় বক্তারা কন্যা শিশুদের অধিকার, নিরাপত্তা ও শিক্ষা বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং নারী নেতৃত্ব বিকাশে সমাজের প্রতিটি স্তরে সমান সুযোগ সৃষ্টির আহ্বান জানান।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।