
খান মো. আঃ মজিদ, দিনাজপুর: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ২নং ঈশানিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ নুরুল ইসলাম (৬০) কে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার উত্তর কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা ও মৃত আলতাফুর রহমানের পুত্র।
সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে তাকে আটক করা হয়। তবে কি কারণে তাকে আটক করা হয়েছে, তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট থানার এক কর্মকর্তা। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে বলেও তিনি জানান। স্থানীয় রাজনৈতিক মহলে এ ঘটনা নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।