মঙ্গলবার, ১৩ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দিনাজপুরে সাবেক স্ত্রীর কাছে রাখা টাকা ফেরত চেয়ে সংবাদ সম্মেলন

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে সাবেক স্ত্রীর নিকট রক্ষিত টাকা ফেরৎ চেয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (রেজিঃ নং রাজ-২৯৩৬) এর কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের সম্মুখে লিখিত বক্তব্য পাঠ করেন বোচাগঞ্জ পৌরশহরের মালিপাড়া (মুর্শিদহাট) এলাকার মৃত মহির উদ্দিন খাঁ (শহীদ পরিবার) এর ছেলে আব্দুল মজিদ খাঁ।

তিনি জানান, প্রশাসন আসামিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না। আমার ধারণা, আসামিদের সঙ্গে থানার কিছু কর্মকর্তার যোগসাজশ রয়েছে, যা সরকারি-বেসরকারি কল রেকর্ড ও প্রযুক্তিগত অনুসন্ধানের মাধ্যমে যাচাই করলে বেড়িয়ে আসতে পারে। সেতাবগঞ্জ পৌর ও উপজেলাবাসির পক্ষ থেকে পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমার দাবি- ১০ টি মামলার গ্রেফতারি পরোয়ানার আসামিদের ধরা হচ্ছে না কেন। দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনাটির সত্যতা উদঘাটন করা হোক।

থানার সংশ্লিষ্ট কর্মকর্তাদের আচরণ মূল্যায়নের দাবি জানিয়ে তিনি আরও বলেন, আমার ও আমার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা হোক। এরপরও যদি আমার ও আমার পরিবার আবারও হামলার শিকার হই, তাহলে সম্পূর্ণ দায়ভার বোচাগঞ্জ থানার পুলিশ প্রশাসনকে নিতে হবে।

আব্দুল মজিদ খাঁ বলেন, অনিয়ম, দুর্নীতি ও সুস্পষ্ট পক্ষপাতের অভিযোগ উঠায় আমি এই বিষয়ে দিনাজপুর আমলি আদালতে দুটি মামলা দায়ের করি যার পাঁচ জন আসামির বিরুদ্ধে সিআর মামলা নং ৯০১/২৪ এবং তিনজন আসামির বিরুদ্ধে সিআর মামলা নং ২৪৩/২৪ রয়েছে।

অভিযোগে বলা হয় যে, মোছাঃ আশা আক্তার (২৬) যিনি সুলতান ছাত্রাবাস ও আকাশ ছাত্রাবাসে অবস্থান করতেন, তার সংশ্লিষ্টতা থাকা সত্ত্বেও তদন্ত কর্মকর্তারা উদ্দেশ্যমূলকভাবে বিভ্রান্তিকর রিপোর্ট দাখিল করেছেন।

সচেতনমহল ও আমার দাবি, এই তদন্তে প্রভাব রেখেছে আশা আক্তারের মা লিপি আক্তার, বাবা লাইসুর রহমান, মিরা কাশ্মীরি নামের এক নারী ও তার দেহরক্ষী আব্দুল মালেক ওরফে চৌধুরী।

আব্দুল মজিদ খাঁ আরও বলেন, আমার দুইটি বাড়ি বিক্রি করা ২৫ লক্ষ ৪৫ হাজার ৫০০ টাকার মধ্যে রক্ষিত ১৬ লক্ষ ৯ হাজার ২০০ টাকা নিয়ে তিন কন্যা সন্তানকে রেখে আমার তৎকালীন স্ত্রী আশা আকতার পালিয়ে যায়। এই পৃথিবীতে মা বেঁচে থাকতে তিনটি কন্যা সন্তানকে যারা এতিম করেছেন তাদের বিচার দিনাজপুর আদালতেই হবে।

আদালতে বেশ কয়েকটি মামলা চলমান যার মধ্যে বোচাগঞ্জ থানার মামলা নং- ৪/২৩ দিনাজপুর কোর্ট বিচার ফাইল নং- ১২৯/২৩, (তিনজনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি), সিআর মামলা নং ৯০১/২৪ (২ জন জামিনে ও ৩ জন ওয়ারেন্ট পরোয়ানা জারি), সিআর মামলা নং- ২৫৪/২৪, (দুই জনের ওয়ারেন্ট পরোয়ানা জারি), দিনাজপুর নির্বাহী কোর্ট মামলা নং-এমআর- ১/২৫ (৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি), সিআর মামলা নং ২৪৩/২৪ (তিনজনের বিরুদ্ধে সমন জারি), আট জনের বিরুদ্ধে সিআর মামলা নং- ২১৪৭/২৫ (বোচাগঞ্জ থানায় তদন্তাধীন), সিআর মামলানং- ১৫১/২৪, সিআর মামলা নং- ১৮৪/২৪, সিআর মামলা নং- ৩৯৬/২৪ (নির্বাহী কোট) (১০) সিআর মামলা নং- ৬৯/২৫। আব্দুল মজিদ খাঁ ওয়ারেন্টভূক্ত আসামিদের দ্রুত গ্রেফতারপূর্বক অর্থ উদ্ধার ও ন্যায় বিচারের ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ