
এম নুরুল আলম সরকার, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পশ্চিম ইউনিয়নে যৌথ বাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে ২২ জন আটক করেছে। আটকের বিষয়ে বিশেষ প্রেস কনফারেন্স নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার থানার বিশনন্দী ফেরী ঘাটে অনুষ্ঠিত হবে।
এই বিষয়ে যৌথ বাহিনী জানান, আটককৃতদের মধ্যে কোন নির্দোষ ব্যক্তি থাকলে তাকে ছেড়ে দেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন। গ্রেফতারকৃতদের বর্তমানে নরসিংদী স্টেডিয়ামে রাখা হয়েছে।
নরসিংদী জেলার রায়পুরা উপজেলার বাঁশগাড়ী ও মির্জার চরের কিছু দুষ্কৃতিকারী চরলাপাং গ্রামে আশ্রয় নেয়। যা গোয়েন্দা সংস্থার কাছে প্রমাণ ছিল বলে দাবি করেন যৌথবাহিনী। তবে এর জন্য গ্রাম্য আধিপত্য বিস্তারকে দায়ী করা হচ্ছে।
আটককৃতদের মধ্যে আছেন- মেহেদী (২০) পিতা মুর্শিদ মিয়া, সবুজ মিয়া (২৩) পিতা কামাল মিয়া, রহমত, পিতা তাইজুদ্দিন, উজ্জল (৩২) পিতা সিজু মিয়া, রোমান মিয়া (২৫) পিতা হোয়াজ আলী, ফরহাদ (১৭)পিতা আপন মিয়া, জহিরুল মিয়া, পিতা আব্দুল হান্নান, আনোয়ার মিয়া, পিতা নছর মিয়া, হানিফ মিয়া, পিতা আহার আলী, বিপ্লব মিয়া, পিতা আহার আলী, ইমরান মিয়া, পিতা তাজুল ইসলাম, আলামিন, পিতা আবু মিয়া, মলাই মিয়া পিতা মোকাদ্দাস মিয়া, এরশাদ মিয়া পিতা কানু মিয়া, শাওন মিয়া পিতা জামাল মিয়া, মিজান মিয়া পিতা আলেক মিয়া, হাবিব মিয়া, পিতা খায়ের মিয়া, হৃদয় মিয়া পিতা নছর মিয়া, মিটন পিতা আরাধনসহ ২২ জন।