রবিবার, ৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ,২০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

নবীনগরে ৩১ দফা দাবির পক্ষে এম এ মান্নানের গণসংযোগ

শাহিন রেজা টিটু, ব্রাহ্মণবাড়িয়া: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবির পক্ষে ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সম্ভাব্য বিএনপি প্রার্থী অ্যাডভোকেট এম এ মান্নান নবীনগর বাজারে গণসংযোগ করেছেন।
সোমবার বিকাল থেকে দলীয় নেতাকর্মীদের নিয়ে নবীনগর  বাজারের বিভিন্ন দোকানপাট, হাট ও পথচারীদের মধ্যে লিফলেট বিতরণ করেন তিনি। গণসংযোগ চলাকালে তিনি সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং তারেক রহমান ঘোষিত ৩১ দফার গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরেন।
এ সময় এম এ মান্নান বলেন, “দেশকে বাঁচাতে হলে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। তার জন্য ৩১ দফার বাস্তবায়নের বিকল্প নেই। বর্তমান রাষ্ট্রব্যবস্থা ভেঙে পড়েছে, প্রশাসন, বিচার বিভাগ ও নির্বাচন ব্যবস্থা দলীয়করণের শিকার হয়েছে। এই সংকট থেকে উত্তরণে তারেক রহমানের ৩১ দফাই হচ্ছে একমাত্র মুক্তির দিকনির্দেশনা।”
গণসংযোগ কর্মসূচিতে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, দেলোয়ার হোসেন সোহেল, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মাসুদ রানা, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাসিবুল হাদিস শাহিন, সাংগঠনিক সম্পাদক শুক্কুর খান,উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক জাবেদুল ইসলাম জাবেদ, ইলিয়াস আলী, ছাত্রদল নেতা অনন্ত হীরা, আব্দুল্লাহ আল উদয় সহ স্থানীয় বিএনপি  যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে কর্মসূচি ঘিরে আগ্রহ লক্ষ্য করা যায়।
গণসংযোগে অংশ নেওয়া নবীনগর বাজারের প্রবীণ বস্ত্র ব্যবসায়ী আব্দুল জব্বার সরকার  বলেন, “মানুষ পরিবর্তন চায়। এই ৩১ দফায় অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে। যদি এগুলো বাস্তবায়ন হয়, তাহলে সত্যিকারের গণতন্ত্র ফিরে আসবে।”
পথচারী আলমগীর  বলেন, “এমনই তো দরকার—জনগণের পক্ষে কথা বলবে, ভোটের অধিকার ফিরিয়ে দেবে। আগে কেউ এসব নিয়ে কথা বলেনি। এখন অন্তত আশা করা যায়।”
এক তরুণ শিক্ষার্থী রাকিব  ইসলাম বলেন, “আমরা নতুন প্রজন্ম পরিবর্তন চাই। যদি এসব দাবি বাস্তব হয়, তাহলে দেশের জন্য ভালো হবে। দুর্নীতিমুক্ত ভবিষ্যতের আশা করা যায়।”
অটোচালক জসিম মিয়া বলেন, “আমাগো মতো গরিবেরে কেউ কিছু বলে না। এখন যেসব দাবি শুনতাছি, মনে হয় আমাদের কথাও রাখা হইছে। দেখি, যদি ভালো কিছু হয়।”
স্থানীয় একটি ফার্মেসির মালিক শফিকুল আলম বলেন, “রাজনীতির কথা অনেক শুনেছি, কিন্তু এবার মানুষ কিছুটা হলেও সচেতন হচ্ছে।  এ ধরনের দাবি নিয়ে নেতারা মাঠে নামলে জনগণের আস্থা বাড়বে।”
লিফলেট বিতরণ শেষে  অ্যাডভোকেট এম এ মান্নান দৈনিক যায়যায় কালকে বলেন ,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার নির্দেশে ৩১ দফা বাস্তবায়নে গণসংযোগে “জনগণই পরিবর্তনের চালিকাশক্তি। মানুষ জেগে উঠেছে, এবার তারা ভোটের মাধ্যমে জবাব দেবে। আমরা বিশ্বাস করি, জনগণের রায়ই হবে চূড়ান্ত।” তিনি আসন্ন জাতীয় নির্বাচনে এলাকাবাসীর দোয়া ও সমর্থন কামনা করেন।
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ