
আলমগীর হোসেন হিরু, চাটখিল (নোয়াখাল): নূরানি তা’লিমুল কুরআন পরিক্ষায় নোয়াখালীতে ১ম, ২য়, ও ৩য় স্থান অধিকার করেছেন চাটখিল উপজেলার রমাপুর, বক্তারপুর ও পূর্ব গোবিন্দপুর গ্রামের বাগে ইব্রাহিম দারুল আযহা মাদ্রাসার শিক্ষার্থীরা।
৬শ’ নম্বরের পরীক্ষায় ৫৯৫ নম্বর পেয়ে ১ম স্থান অর্জন করেছেন সায়েদুল ইসলাম রিশাদ, ৫৯৪ পেয়ে ২য় স্থান অর্জন করেছেন সৈকত হোসেন ও ৫৯৩ পেয়ে ৩য় স্থান পেয়েছেন মোঃ ইউসুফ।
বিষয়টি নিশ্চিত করেছেন বাগে ইব্রাহিম দারুল আযহা মাদ্রাসা’র প্রধান মোহাম্মদ সাব্বির আল হোসাইনি।
গত বছরের ডিসেম্বর মাসে এই পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে।
বিশিষ্ট সমাজসেবক, শিল্পপতি আলহাজ্ব মোহাম্মদ ইউসুফ এর অর্থায়নে ও সার্বিক তত্ত্বাবধানে এই মাদ্রাসাটি পরিচালিত হচ্ছে।