
মোঃ নাজমুল ইসলাম, নেত্রকোনা: নেত্রকোনা শহরের দীর্ঘদিনের যানজট ও ফুটপাত দখল সমস্যা নিরসনে প্রশাসনের উদ্যোগে অভিযান পরিচালিত হয়েছে।
রবিবার সকাল থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে তেরিবাজার পর্যন্ত এ অভিযান চলে।
নেত্রকোনা জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। পাশাপাশি রাস্তায় অবৈধভাবে পার্ক করা অটোরিকশা, ভ্যান, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনও সরিয়ে দেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান। তিনি বলেন, “জনসাধারণের চলাচলের সুবিধার্থে সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে হবে। কেউ যেন নিজের দোকানের সামনে রাস্তা বা ফুটপাত দখল না করেন, এতে শহরের যানবাহন চলাচল স্বাভাবিক থাকবে এবং নাগরিকদের দুর্ভোগও কমবে।”
এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর প্রশাসক মো. আরিফুল ইসলাম সরদার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শামীমা ইয়াসমিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক এবং সহকারী কমিশনার (ভূমি) মো. শামসুজ্জামান আসিফসহ কালেক্টরেটের অন্যান্য কর্মকর্তা।
প্রশাসনের এই অভিযানের ফলে শহরের প্রধান সড়কে শৃঙ্খলা ফিরে আসে। পথচারীদের মধ্যে স্বস্তি ফিরে আসে এবং অনেকে এ উদ্যোগকে স্বাগত জানান।