শনিবার, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ফরিদপুরে ক্রিকেট লীগের পুরস্কার বিতরণ

মো. মাহফুজুর রহমান বিপ্লব, ফরিদপুর : ফরিদপুরে জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে ‌ ২০২৩ -২৪ ক্রিকেট লিগের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

ফরিদপুর প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ, প্রথম বিভাগ ক্রিকেট লিগ, দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ এবং কোয়ালিফায়িং ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটে অংশগ্রহণকারী আটটি দলকেও ট্রফি প্রদান করা হয়।

বুধবার বিকেলে ফরিদপুর শেখ জামাল স্টেডিয়ামে এ উপলক্ষে ‌ এক আলোচনা সভায় ‌ প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর জেলা প্রশাসক মো. কামরুল হাসান তালুকদার।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ‌ ফরিদপুরে পুলিশ সুপার ‌ ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোর্শেদ আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ্ মোঃ ইশতিয়াক আরিফ। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য মোঃ রিজন মোল্লা। ‌

এ সময় জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ফরিদপুরে একটা আন্তর্জাতিক মানের স্পোর্টস ইনস্টিটিউশন হলে সেখান থেকে অনেক ভালো খেলোয়াড় বেরিয়ে আসবে। বাংলাদেশে একমাত্র বিকেএসপি ছাড়া অন্য কোথাও স্পোর্টস একাডেমি নাই। অথচ পার্শ্ববর্তী দেশে স্পোর্টস ইনস্টিটিউশন রয়েছে। সারা বছর যেন খেলাধুলা হয় সে জন্য ইতোমধ্যে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বক্তারা আরও বলেন, বর্তমানে ফরিদপুরের বিভিন্ন ইউনিয়নে ইউনিয়ন পরিষদ ফুটবল টুর্নামেন্ট হচ্ছে। খুব শিগগির ফরিদপুরে একটা কাবাডি টুর্নামেন্টের আয়োজন করা হবে বলে বক্তরা জানান। টুর্নামেন্টের মাধ্যমে এখান থেকে ভবিষ্যতে ভালো খেলোয়াড় বেরিয়ে আসবে যারা, দেশের প্রতিনিধিত্ব করবে । এর ফলে আমরা আরো ভালো খেলোয়াড় দেশকে উপহার দিতে পারব।

এর আগে প্রথম বিভাগ ক্রিকেটের ফাইনালে মোকাবেলা করে নগরকান্দা ক্রিকেট ক্লাব বনাম নতুন প্রজন্ম ক্রিকেট ক্লাব। খেলায় নগরকান্দা ক্রিকেট ক্লাব নতুন প্রজন্ম ক্রিকেট ক্লাবকে ৪ উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। এরমধ্যে প্রথম বিভাগ ক্রিকেট লিগ এবং প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের খেলা গুলি ফরিদপুর শেখ জামাল স্টেডিয়ামে এবং দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ ও কোয়ালিফাইং রাউন্ডের খেলাগুলো শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on tumblr
Tumblr
Share on telegram
Telegram

, , বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ