বৃহস্পতিবার, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

বন্ধ ১৬ কারখানা চালুর দাবিতে বিক্ষোভ, চার বাসে আগুন

যায়যায় কাল প্রতিবেদক: গাজীপুরের কাশিমপুরে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে বন্ধ ১৬ কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। বুধবার (২২ জানুয়ারি) বিকালে চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ শ্রমিকরা চারটি বাসে আগুন ধরিয়ে দেন।

এতে ওই সড়কে চলাচলকারী যাত্রীরা বিপাকে পড়েন। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে ছুটে এসে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত সন্ধ্যা সাড়ে ৬টায় শ্রমিকরা ওই সড়কটি অবরোধ করে রেখেছিলেন।

এদিকে শ্রমিকদের সড়ক অবরোধের খবর সংগ্রহ করতে গেলে দীপ্ত টিভির গাজীপুর প্রতিনিধি জাহাঙ্গীর আলম, প্রতিদিনের বাংলাদেশের কালিয়াকৈর প্রতিনিধি আবু সাইদ, বাংলাভিশনের চিত্র সাংবাদিক আমির হোসেন রিয়েলকে বেধড়ক মারধর করে গুরুতর আহত করা হয়। এসময় একটি মোটরসাইকেল ভাঙচুর করেন শ্রমিকরা।

এর আগে বেক্সিমকো কারখানার কয়েক হাজার শ্রমিক বিকেলে কাশিমপুরের সানসিটির মাঠে বিশাল গণসমাবেশ করে। একই দাবিতে গত ১৪ জানুয়ারি চন্দ্রা-নবীনগর সড়কের পাশের চক্রবর্তী এলাকায় কয়েক কিলোমিটার এলাকাজুড়ে শান্তিপূর্ণভাবে মানববন্ধন কর্মসূচি পালন করেন চাকরি হারানো শ্রমিকরা।

কারখানার শ্রমিক ও শিল্প পুলিশ জানায়, ইন্ডাস্ট্রিয়াল পার্কের বন্ধ ১৬টি কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকরা চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। একপর্যায়ে বিকাল সাড়ে ৩টার দিকে চন্দ্রা-নবীনগর সড়কে অবরোধ সৃষ্টি করে। বিকেলে বিক্ষুব্ধ শ্রমিকরা অন্তত চারটি বাসে আগুন ধরিয়ে দেয়।

গাজীপুর শিল্প পুলিশের এসপি একে জহিরুল ইসলাম বলেন, বেক্সিমকোর ১৬ কারখানা এক মাসের বেশি সময় ধরে বন্ধ ঘোষণা করা হয়েছে। কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকরা নানা কর্মসূচি পালন করে আসছে। শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করা হচ্ছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ