মঙ্গলবার, ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

বিএনপি নেতা হত্যাকাণ্ডে নিহতের পরিবার ও স্বজনদের সংবাদ সম্মেলন

আমিনুল হক, শাহজাদপুর: সিরাজগঞ্জের শাহজাদপুরে বিএনপি নেতা আজমীর হোসেন বিপুল হত্যাকাণ্ডের এক মাস পার হলেও মূল আসামিরা এখনও গ্রেফতার না হওয়ায় সংবাদ সম্মেলন করেছেন নিহতের পরিবার ও স্বজনরা।

বুধবার বিকেলে পৌর এলাকার রামবাড়ি মহল্লায় নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে নিহতের বড় ভাই আলহাজ নুরুজ্জামান অভিযোগ করে বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হল ব্যবসায়ী শহিদুলের নেতৃত্বে পরিকল্পিতভাবে আজমীর হোসেন বিপুলকে পিটিয়ে হত্যা করা হয়।

তিনি বলেন, হত্যার ঘটনায় ২৬ জনকে আসামি করে মামলা দায়ের করা হলেও অধিকাংশ আসামি এখনও গ্রেফতার হয়নি। বরং জামিনে মুক্ত হয়ে তারা পরিবারের সদস্যদের প্রকাশ্যে হুমকি দিচ্ছে, যা পরিবারকে আতঙ্কিত করে তুলেছে।

সংবাদ সম্মেলনে নিহতের স্ত্রী আমেনা খাতুন, মেয়ে বিপাশা, পিয়াসা, ছেলে আরমান আলীসহ পরিবারের অন্যান্য সদস্য এবং জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছলাম আলী জানান, মামলার তদন্ত অব্যাহত রয়েছে। ইতোমধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে এবং অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ