শুক্রবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর নিন্দা ও প্রতিবাদ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

নিজস্ব প্রতিবেদক: বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ওবায়দুল হক নাসির আজ মিথ্যা মামলায় আদালতে হাজিরা দিতে গেলে তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, “বর্তমান নিপীড়ক সরকার পরিকল্পিতভাবে বিএনপি-কে ধ্বংস করার জন্য নানামূখী নীলনক্শা বাস্তবায়ন করে যাচ্ছে। সরকার তাদের দুঃশাসনের প্রতিপক্ষ ভেবে বিএনপি নেতাকর্মীদের নানা কৌশলে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করে আটকে রাখছে, যাতে বর্তমান দুঃশাসনের বিরুদ্ধে সাহসী সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে না পারে। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ওবায়দুল হক নাসির এর জামিন নামঞ্জুর ও কারাগারে প্রেরণের ঘটনা সরকারের চলমান দমন-পীড়ণ ও নিষ্ঠুরতারই ধারাবাহিকতা।

চলমান আন্দোলনে তৃণমূলের উত্থানে সরকারের সিংহাসন টলমল করছে। সংঘবদ্ধ জনগণ তাদের হারানো অধিকার ফিরে পেতে সর্বাত্মক প্রতিরোধে অবতীর্ণ হবে। কোনভাবেই এই সরকার তাদের অবৈধ দুঃশাসন টিকিয়ে রাখতে পারবে না। সরকারের পায়ের নীচের মাটি সরে যাচ্ছে বলেই বিএনপি নেতাকর্মীদের ওপর জুলুম-নির্যাতনের মাত্রা বৃদ্ধি করেছে। সেটিরই বহিঃপ্রকাশ ঘটলো ওবায়দুল হক নাসিরকে মিথ্যা মামলায় জামিন না দিয়ে কারাগারে প্রেরণের মধ্য দিয়ে।

বর্তমান ভোটারবিহীন সরকারের উদ্দেশ্যে বলতে চাই-আপনাদের সময় শেষ হয়ে এসেছে। অনাচার, অবিচার ও লুটপাটকারী সরকারকে পরাজিত করতে গণতন্ত্রকামী মানুষ ও বিএনপি নেতাকর্মীদেরকে কোনভাবেই দমিয়ে রাখতে পারবেন না।

আমি ওবায়দুল হক নাসিরের বিরুদ্ধে দায়েরকৃত বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহারসহ অবিলম্বে তার নি:শর্ত মুক্তির জোর আহবান জানাচ্ছি।”

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on tumblr
Tumblr
Share on telegram
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ