
খান মোঃ আঃ মজিদ, দিনাজপুর: দিনাজপুরের বোচাগঞ্জে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য রাখেন সেতাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সোহাগ এবং সেতাবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম।
তারা আইনশৃঙ্খলা রক্ষায় শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় বক্তারা এলাকার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে প্রশাসনের পাশাপাশি অভিভাবক ও সাধারণ মানুষের সহযোগিতা অপরিহার্য বলে মন্তব্য করেন।