মঙ্গলবার, ১৩ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

‘যে দল স্বাধীনতায় বিশ্বাস করে না তাদের ভোট দিয়ে দেশের সর্বনাশ করবো নাকি’

ঠাকুরগাঁও প্রতিনিধি: বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা ১৯৭১ সালকে সবসময় মাথার ওপরে রাখতে চাই, কারণ ওটাতেই আমাদের অস্তিত্ব, বাংলাদেশের অস্তিত্ব।’

সোমবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের বিডি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী সভায় এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘পাকিস্তান আমাদের ওপর খুব অত্যাচার করতো, এজন্য আমরা আলাদা হয়ে বাংলাদেশটাকে স্বাধীন করেছিলাম। আর সেই সময় যারা পাকিস্তান সেনাবাহিনীকে সাহায্য করেছে, আমাদের হাজার হাজার মানুষকে হত্যা করেছে, এখন আবার ওরাই ভোট চাচ্ছে দেশ চালাবে বলে।’

‘যে দলটা আমার দেশই বিশ্বাস করে না, স্বাধীনতায় বিশ্বাস করে না, তার কাছে ভোটটা দিয়ে দেশের সর্বনাশ করবো নাকি? করবো না তাইনা? এই কথাটা আমাদেরকে বুঝতে হবে,’ যোগ করেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, ‘আগে নৌকা আর ধানের শীষ ছিল, ধানের শীষ ও নৌকার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হতো। এখন আর নৌকাটা নাই। নৌকার যিনি কান্ডারি আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি আপনাদের ফেলে ভারতে চলে গেছে। দিল্লিতে গিয়ে বসে আছে। আর আমাদেরকে বিপদে ফেলে গেছে, তাই না। থাকলে অন্তত একটা গণতান্ত্রিক ব্যবস্থায় চলতো তাই তো!’

তিনি বলেন, ‘আমরা বুড়ো হয়ে গেছি, বহুবার নির্বাচন করেছি, এমপি হয়েছি। সরকার চালানোর অভিজ্ঞতা আমাদের আছে। আমার তো শেষ সময়, এটাই আমার হয়তো শেষ নির্বাচন, আমি আপনাদের কাছে শেষ সময়ে এসেছি; এবার আপনারা আমাকে ধানের শীষে ভোট দিয়ে আরেকবার আপনাদের কাজ করার সুযোগ দেবেন।’

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ