
শাহ্ সোহানুর রহমান, রাজশাহী ব্যুরো: জামায়াতে ইসলামী রাজশাহী-৫ (পুঠিয়া- দুর্গাপুর) সংসদীয় আসনের নির্বাচনী কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৪ টায় রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বরে জামায়াত ইসলামীর রাজশাহী-৫ সংসদীয় আসনের নির্বাচন পরিচালনা কমিটি গঠিত করা হয়।
মাওলানা আহমাদ উল্লাহকে পরিচালক ও অধ্যাপক মিনহাজুল ইসলামকে সদস্য সচিব করে কমিটি করা হয়েছে। এছাড়া যুগ্ম সচিব করা হয়েছে অধ্যক্ষ আব্দুল মান্নান, অর্থসম্পাদক হাফেজ হাফিজুর রহমান, অফিস সম্পাদক তাহের হুদা রনজু, ও সহকারী শামীম উদ্দিন, প্রচার ও মিডিয়া সম্পাদক নূর আলম ও সহকারী হাফেজ আমিনুল ইসলাম ডালিম।
কমিটির মধ্যে অন্যান্য সদস্যরা হলেন, পুঠিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা মুনজুর রহমান, সেক্রেটারি এ এইচ এম মুনসুরুল হক, দুর্গাপুর উপজেলা আমীর সাইফুল ইসলাম ও সেক্রেটারি শামীম উদ্দিন, শ্রমিক কল্যাণ সভাপতি হাজী আমজাদ হোসেন, পুঠিয়া ও দুর্গাপুর উপজেলা ছাত্রশিবির, যুব বিভাগের প্রতিনিধি, ওলামা বিভাগের প্রতিনিধি, মহিলা জামায়াত ও ছাত্রী সংস্থার প্রতিনিধিগণ।
নির্বাচনী কমিটির অধিবেশন শেষে পরিচালক মাওলানা আহমাদ উল্লাহ নির্বাচন পরিচালনা বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
উল্লেখ্য, রাজশাহী-৫ (পুঠিয়া- দুর্গাপুর) সংসদীয় আসনে নুরুজ্জামান লিটনকে জামায়াতের সংসদ সদস্য হিসেবে প্রাথমিকভাবে মনোনীত করা হয়েছে৷