
মোকলেছুর রহমান, রায়গঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌর এলাকায় বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন করেছেন উপজেলা ছাত্র দলের সদস্য সচিব সাইফুল্লাহ ইবনে সাঈদ সজল।
মঙ্গলবার রাতে তিনি পৌর এলাকার ছয়টি পূজামণ্ডপ ঘুরে দেখেন। এ সময় তার সঙ্গে ছিলেন রায়গঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৈয়ব আলী আকন্দ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান, পৌর যুব দলের যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান প্লাবন, পৌর ছাত্র দলের সদস্য সচিব হাসিবুর রহমান, মানবাধিকার কল্যাণ ট্রাস্ট সিরাজগঞ্জ জেলা সভাপতি তমাল সরকার, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হানিফ উদ্দিন সরকার, চান্দাইকোনা ইউনিয়ন ছাত্র দলের সভাপতি তালহা জুবায়ের প্রান্ত সহ স্থানীয় নেতৃবৃন্দ।
পরিদর্শন শেষে সাইফুল্লাহ ইবনে সাঈদ সজল বলেন,
“ঐক্য ও সম্প্রীতি রক্ষায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল প্রতিজ্ঞাবদ্ধ। যেকোনো সাম্প্রদায়িক দাঙ্গা-হাঙ্গামার বিরুদ্ধে আমরা সবসময় সোচ্চার ছিলাম এবং থাকব। আমাদের বন্ধু ও সনাতন ধর্মাবলম্বীরা যেন নির্ভয়ে তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সে লক্ষ্যেই কাজ করছি।”
তিনি পূজামণ্ডপগুলোতে আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি সবার প্রতি দুর্গাপূজার শুভেচ্ছা জানান।