বুধবার, ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

লক্ষ্মীপুর-৪ স্বতন্ত্র প্রার্থী শামীমের মনোনয়নপত্র বৈধ

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ইস্কান্দার মির্জা শামীমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করছেন, জেলা প্রশাসক ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসার সুরাইয়া জাহান।

সোমবার (৪ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে লক্ষ্মীপুর-৩ (সদর) ও (রামগতি-কমলনগর)-৪ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়।

মির্জা শামীম আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির সদস্য।

লক্ষ্মীপুর-৪ আসনের মনোনয়নপত্র বাতিল হয় মেজর আব্দুল মান্নান (বিকল্পধারা), আব্দুস সাত্তার (স্বতন্ত্র) ও মোশাররফ হোসেন (জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ)।

এ আসনের মনোনয়নপত্র বৈধতা পান নৌকার প্রার্থী ফরিদা ইয়াসমিন লাইলি, স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল্লাহ, মিজা শামীম, মাহমুদা বেগম, বাংলাদেশ সুপ্রীম পার্টি মোহাম্মদ সোলায়মান।

জানতে চাইলে মুঠোফোনে শামীম ঢাকা মেইলকে বলেন, সর্বশক্তিমানের দরবারে শুকরিয়া। যাচাই-বাছাই আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। রামগতি-কমলনগরের হাজার-হাজার মানুষের দাবি পূরণ করতে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট করতে মাঠে নামছি। দীর্ঘদিন দুই উপজেলার মানুষের দ্বারপ্রান্তে আমি ঘুরেবেড়িয়ে ছিলাম। বিভিন্ন দুর্যোগের সময় অসহায় মানুষের মাঝে সহয়তা হাত বাড়িয়েছি। তাই মানুষ আমাকে তাদের বিপদ-আপদের বন্ধু ভেবে ভোট করার জন্য উৎসাহিত করছে। আমার বিশ্বাস শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হলে। মানুষ আমাকে বিপুল ভোটে বিজয় করবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ